Barak UpdatesHappeningsBreaking News

সড়ক নিরাপত্তা মাসে কাছাড়ে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি
Cachar District observes National Road Safety Month 2025

ওয়ে টু বরাক, ৩১ জানুয়ারি : জাতীয় সড়ক নিরাপত্তা মাস ২০২৫ উপলক্ষে কাছাড় জেলা পরিবহন দপ্তর নানা কর্মসূচির মাধ্যমে সড়ক নিরাপত্তার বার্তা ছড়িয়ে দিয়েছে। “সড়ক সুরক্ষা, জীবন রক্ষা” শীর্ষক আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল নাগরিকদের মধ্যে ট্রাফিক নিয়ম ও নিরাপদ গাড়ি চালনার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। মাসব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়া হয়।

জাতীয় সড়ক নিরাপত্তা মাসের আনুষ্ঠানিক সূচনা হয় ১ জানুয়ারি, ২০২৫-এ, শিলচরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবে। উদ্বোধনী অনুষ্ঠানে লিফলেট বিতরণ ও অডিও মাইকিং-এর মাধ্যমে প্রচার শুরু হয়, যা পরে কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে সম্প্রসারিত হয়। বিশেষ করে স্কুল-কলেজ, সরকারি দপ্তর এবং জনসমাগমস্থলে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

এই কর্মসূচির আওতায় উধারবন্দের KBJR M HS School, লক্ষীপুরের Eearle HS School, বড়খলার Dolu Higher Secondary School সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। পরিবহন দপ্তর, আবগারি দপ্তর, PWD রোড ডিভিশন এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় এই উদ্যোগের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ট্রাফিক নিয়ম সম্পর্কে অবহিত করা হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তাদের করণীয় সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার দিকেও জোর দেওয়া হয়। ১০ জানুয়ারি, ২০২৫-এ জেলা আয়ুক্তের নতুন সম্মেলন কক্ষে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে সরকারি আধিকারিক, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি এবং অন্যান্য স্টেকহোল্ডাররা সড়ক দুর্ঘটনা রোধের কৌশল নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, গাড়িচালকদের স্বাস্থ্যের দিকে নজর রেখে বিভিন্ন স্থানে বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির আয়োজন করা হয়। ৬ জানুয়ারি কালাইন-এর এলিট ড্রাইভিং স্কুল, ১১ জানুয়ারি উদারবন্দ থানায়, ১২ জানুয়ারি পাইলাপুলের রাজীব ভবন এবং ১৭ জানুয়ারি রামনগরের ISBT ক্যাম্পাসে এই শিবিরগুলি অনুষ্ঠিত হয়। পরিবহন ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে চালকদের চক্ষু পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়।

এছাড়া, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতা এবং পথনাটকের আয়োজন করা হয়। সোনাই নিত্যগোপাল HS School এবং MC Das College-সহ বিভিন্ন স্কুল-কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গুরুচরণ কলেজ-সহ বেশ কয়েকটি স্থানে পথনাটকের মাধ্যমে সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরা হয়, যা জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করে। ওভারস্পিডিং, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার না করার মতো অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। ট্রাফিক ইন্টারসেপ্টর ভেহিকল (TIV) মোতায়েন করে নিয়মিত তদারকি করা হয়, যার ফলে সড়ক শৃঙ্খলা অনেকাংশে বজায় রাখা সম্ভব হয়েছে।

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে “সড়ক সুরক্ষা, জীবন রক্ষা” থিমভিত্তিক বিশেষ ট্যাবলো প্রদর্শিত হয়, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। পাশাপাশি, ৩১ জানুয়ারি আয়োজিত এক বিশেষ বাইক র‍্যালি উদ্বোধন করেন সহকারী আয়ুক্ত (ম্যাজিস্ট্রেসি ও প্রশাসন) ফুনলালগীর চোরেই, সহকারী আয়ুক্ত (পরিবহন) শান্তনু হাজরিকা, আবগারি সুপারিনটেনডেন্ট মহেন্দ্র বরা, DSP, এবং জেলা পরিবহন আধিকারিক রমেশ শ্যাম।

৩১ জানুয়ারি সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে মাসব্যাপী এই সচেতনতামূলক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। কাছাড় জেলা প্রশাসন ও পরিবহন দপ্তরের কর্মকর্তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম পরিচালনা করবেন। এই উদ্যোগ জনসাধারণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Way2barak, January 31 : The District Transport Office of Cachar launched the National Road Safety Month 2025 with a comprehensive Road Safety Awareness Programme to educate the public on traffic rules and safe driving practices. Spanning the entire month of January, the initiative, themed “Sadak Suraksha, Jeevan Raksha”, aimed to reduce road accidents through awareness drives, enforcement campaigns, and community participation.

The event commenced with an inaugural ceremony at India Club on January 1, 2025, marked by audio miking and the distribution of awareness leaflets. The programme extended across different locations in Cachar district, including educational institutions and public venues. Schools and colleges such as KBJR M HS School (Udharbond), Eearle HS School (Lakhipur), and Dulu Higher Secondary School (Borkhola) hosted interactive sessions with the Transport Department, Excise Department, PWD Road Division, and local police officers to discuss road safety measures.

A special Road Safety Awareness and Capacity Building Meeting was conducted on January 10, 2025, at the DC New Conference Hall, Silchar, engaging government officials, law enforcement agencies, and stakeholders in discussions about reducing road accidents. To ensure the well-being of drivers, Eye Testing Camps were organized in multiple locations, including Elite Driving School, Kalain (January 6), Udharbond Police Station (January 11), Rajib Bhavan, Pailapool (January 12), and ISBT Ramnagar, Cachar (January 17). These camps, conducted by the Joint Director of Health Services and the Transport Department, also provided free medicines to commercial vehicle drivers.

A Quiz Competition was held at various institutions, including Sonai Nitya Gopal HS School and MC Das College, to engage students and raise awareness about road safety regulations. Additionally, street dramas and nataks were performed at Gurucharan College, Silchar, and other community venues. Public awareness was further amplified through daily leaflet distribution, audio miking, and banner displays at prominent locations across Cachar district. Enforcement drives were also carried out regularly, focusing on violations such as over-speeding, drunken driving, and the non-wearing of helmets and seat belts. A Traffic Interceptor Vehicle (TIV) was deployed to monitor traffic rule violations and ensure strict enforcement.

A major highlight of the campaign was the Republic Day tableau display at Parade Ground, Silchar, on January 26, 2025, reinforcing the theme “Sadak Suraksha, Jeevan Raksha”. This was followed by a Bike Rally on January 31, 2025, flagged off by dignitaries including Assistant commissioner (branch officer , Magistracy & Administration) Phunlalgir Chorei, Assistant Commissioner (Transport), Santanu Hazarika, Superintendent of Excise, Mohendra Bora, DSP, and Romesh Shyam, DTO. The rally emphasized the importance of wearing helmets and responsible driving. The closing ceremony on January 31, 2025, marked the successful completion of the National Road Safety Month in Cachar district, reaffirming the commitment of local authorities to ensuring safer roads and responsible driving habits among citizens.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker