Barak UpdatesHappeningsBreaking News

সংসদে বাংলায় ভাষণ দিলেন আসামের প্রতিনিধি শিলচরের ঋতুপর্ণা

ওয়েটুবরাক, ৩ অক্টোবর : উজ্জ্বল সম্ভাবনাটা গত বছরই ধরা পড়ে৷ রোল-প্লে প্রতিযোগিতায় দিল্লি গিয়ে সর্বভারতীয় স্তরে প্রথম পুরস্কার ছিনিয়ে এনেছিল নেতাজি বিদ্যাভবনের পাঁচ ছাত্রী৷ তাদের অন্যতম ছিল নবম শ্রেণির ঋতুপর্ণা পাল৷ গান্ধী-শাস্ত্রী জয়ন্তীতে সংসদের নতুন ভবনে বক্তৃতার জন্য দেশের বিভিন্ন রাজ্য থেকে ২৫ জন পড়ুয়াকে বাছাই করা হয়েছিল৷ ঋতুপর্ণা আসামের প্রতিনিধিত্ব করে৷ উজ্জ্বল মেখলা পরে সপ্রতিভ ভঙ্গিতে মাইক্রোফোনের সামনে গিয়ে দাঁড়ান শিলচরের মেয়ে৷ কোনও জড়তা নেই৷ ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর লড়াকু জীবন, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ এবং রাষ্ট্রবিকাশে তাঁর ভাবনা প্রাঞ্জল ভাষায় তুলে ধরেন৷

Rananuj

ঋতুপর্ণা পরে জানায়, অনুষ্ঠানে মোট ১৫ জন মাতৃভাষায় বক্তৃতা করে৷ সকলের বক্তৃতা অত্যন্ত মনযোগ সহ শোনেন লোকসভার অধ্যক্ষ ড. ওম বিড়লা৷ অনুষ্ঠান শেষে তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে মিলিত হন৷ সে সময় ঋতুপর্ণার কাছ থেকে বিভিন্ন কথা জানতে চান৷ সাবলীল বক্তৃতার জন্য তাকে ধন্যবাদ জানান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker