Barak UpdatesHappeningsBreaking News
সংশোধিত ওয়াকফ আইন : প্রতিবাদী মিছিল আটকে দিল পুলিশ, লাঠিচার্জ
ওয়েটুবরাক, ১৩ এপ্রিল: সংশোধিত ওয়াকফ আইন বাতিল করার দাবিতে রবিবার বেরেঙ্গা থেকে এক মিছিল বের হয়। ওয়াটার ওয়ার্কস রোড ধরে মিছিলটি শিলচর শহরে প্রবেশের মুখে পুলিশ বাধা দেয়। ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার নোমল মাহাত্তা। নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকার সময়ে বিনা অনুমতিতে মিছিল বের করায় তিনি একে সেখানেই ভঙ্গ করতে বলেন। তখনই মিছিল থেকে কতিপয় ব্যক্তি পুলিশ কর্মীদের লক্ষ্য করে ঢিল ছোড়ে। তাতে উভয়পক্ষে উত্তেজনা দেখা দেয়। লাঠিচার্জ করে পুলিশ।
মাহাত্তা জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।