Barak UpdatesHappeningsBreaking News
শ্রী রবিশংকরের আদর্শে চলেই সিবিএসই দশম বোর্ডে ভাল ফল সঞ্জনা বেগমের
ওয়ে টু বরাক, ২৫ মে ঃ আর্ট অব লিভিং-এর শ্রী রবিশংকরের অনুপ্রেরণায় পড়াশোনা চালিয়ে ভাল ফলাফল করেছে অরুণাচলের শ্রীশ্রী জ্ঞান মন্দিরের মেধাবী ছাত্রী সঞ্জনা বেগম। সম্প্রতি প্রকাশিত কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষায় ভাল ফল করেছে সঞ্জনা। সে তিনটি বিষয়ে লেটার মার্কস সহ মোট ৭১ শতাংশ নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। একেবারে গ্রামীণ পরিবেশে গরিব পরিবারে বড় হয়ে উঠেছে সে। সঞ্জনার বাড়ি অরুণাচলের প্রত্যন্ত গ্রাম বালিঘাটে। বাবা আসাদ হোসেন লস্কর। মা সামিনা বেগম। অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেধাবী এই ছাত্রীর কৃতিত্বে স্বাভাবিকভাবেই আনন্দিত শিক্ষক-শিক্ষিকা সহ পরিচিত মহল। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ঘাত প্রতিঘাত এড়িয়ে বহু সামাজিক অর্থনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে পরিবারের বড় মেয়ে সঞ্জনা বেগমের এই সাফল্যে খুশি মা-বাবা।
সঞ্জনা জানিয়েছে, তার এই কৃতিত্বের পেছনে রয়েছে বাবা আসাদ হোসেনের প্রেরণা ও অক্লান্ত পরিশ্রম। তবে পরিবারের সবাই তাকে এই সাফল্যে আগ্রহ জুগিয়েছেন। মেয়ের এই সাফল্যে আবেগে আপ্লুত বাবা আসাদ হোসেন লস্করও। কান্না ভেজা কন্ঠে তিনি বলেন, প্রাথমিক স্তর থেকেই পড়াশোনায় সঞ্জনার একাগ্রতা প্রবল। তার উচ্চশিক্ষার ক্ষেত্রে যা কিছু করণীয়, তা করতে প্রস্তুত রয়েছেন তিনি। সঞ্জনা জানায়, শ্রীশ্রী রবি শংকরের আদর্শে সে অনুপ্রাণিত। গুরুদেবের বাণীগুলো অনুসরণ করেই তার আত্মবিশ্বাস জেগেছে। তার প্রত্যয়ী মানসিকতার জন্যই আজ তার এই সাফল্য।
প্রসঙ্গত, দেশের প্রত্যন্ত এলাকায় শিক্ষা তথা জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ভারতজুড়ে ‘আর্ট অব লিভিং’ পরিচালিত ১০৯৬টিরও অধিক শ্রীশ্রী জ্ঞান মন্দির প্রতিষ্ঠিত। এতে ৮২ হাজারেরও বেশি পড়ুয়া বিনামূল্যে সামগ্রিক শিক্ষা লাভ করে। যার প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রীশ্রী রবিশংকর। আধ্যাত্মিক গুরু শ্রীশ্রী রবিশঙ্কর মানবতার পথিকৃৎ, শান্তির দূত৷ উদ্বেগহীন, হিংসামুক্ত এক সমাজের যে স্বপ্ন তিনি দেখেছেন, দ্য আর্ট অব লিভিং-এর বিভিন্ন সেবা প্রকল্প ও নানা কার্যক্রমের মাধ্যমে তাতে সামিল হয়েছেন সারা বিশ্বের কোটি কোটি মানুষ। তাঁর মতে, সর্বধর্মসমন্বয় এবং সর্বসংস্কৃতির মেলবন্ধনের সাহায্যেই ধর্মোন্মাদনা তথা মৌলবাদ-আক্রান্ত এই পৃথিবীতে চিরস্থায়ী শান্তি স্থাপিত হতে পারে !
সঞ্জনা বেগম জানায়, গুরুদেবের সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর প্রতিষ্ঠিত ‘আর্ট অব লিভিং’ তথা অরুণাচলের শ্রীশ্রী জ্ঞান মন্দিরের শৈক্ষিক এবং নৈতিক ভাবধারাকে আকড়ে ধরে সে তার মিশনকে এগিয়ে নিয়ে গেছে। তার কৃতিত্বের এই গৌরবোজ্জ্বল মুহূর্তের জন্য সে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাদের কৃতজ্ঞতা জানিয়েছে। মেধা ছাত্রী সঞ্জনার এই কৃতিত্বে অরুণাচলের শ্রীশ্রী জ্ঞান মন্দিরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে ইতিমধ্যে তাকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে গুরুদেব শ্রীশ্রী রবিশঙ্করের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে আশীর্বাদ নেয় সঞ্জনা। সঙ্গে ছিলেন তাঁর বাবা আসাদ হুসেন। ভবিষ্যৎ জীবনে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে বলে জানিয়েছে সঞ্জনা বেগম লস্কর।