NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
শ্রীনিবাসের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনে ২ মে শুনানি
ওয়েটুবরাক, ২৭ এপ্রিল : অসমের বহিষ্কৃত কংগ্রেস নেত্রী অঙ্কিতা দত্তকে দৈহিক ও মানসিক নির্যাতনের মামলায় সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি বি ভি শ্রীনিবাস গৌহাটি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছেন । সিআইডি ও পুলিশ শ্রীনিবাসকে অবিলম্বে তলব করার পরেই তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন৷ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দেবজিৎ শইকিয়া জানান, বুধবার মামলাটি নিয়ে প্রায় ৪ ঘণ্টা শুনানি হয়। শ্রীনিবাসের তরফে দাবি করা হয়েছিল, প্রথমত অভিযোগের ঘটনাস্থল অসম নয়৷ তাই অসম পুলিশের তদন্ত চালানোর অধিকার নেই, দ্বিতীয়ত ঘটনার অনেক পরে এফআইআর হয়েছে, তৃতীয়ত এফআইআরের বয়ানে স্ববিরোধিতা রয়েছে এবং গোটা ঘটনা রাজনৈতিক প্রতিশোধের অঙ্গ। অসম সরকারের তরফে জবাব দেওয়া হয়। আদালত ২ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে৷ রাজ্য পুলিশের কাছ থেকে কেস ডায়েরিও চেয়েছে।