NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
শুধু পঞ্চম ও অষ্টম নয়, সব ক্লাশে পাস-ফেল দাবি ডিএসওর
ওয়েটুবরাক, ৯ অক্টোবর : আসাম সরকার সরকারি বিদ্যালয়ে পঞ্চম ও অষ্টম শ্ৰেণীতে পাস-ফেল প্ৰথা পুনঃপ্ৰবৰ্তনের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে এআইডিএসও’র আসাম রাজ্য কমিটি দীর্ঘদিনের আন্দোলনের আংশিক জয় হয়েছে বলেই মন্তব্য করল এআইডিএসও৷ তাদের কথায়, সরকারের এই সিদ্ধান্তে প্ৰথম শ্ৰেণী থেকে অষ্টম শ্ৰেণী পর্যন্ত পাস-ফেল প্ৰথা পুনঃপ্ৰৰ্বতনের দাবিতে এআইডিএসও এবং সচেতন শিক্ষাপ্ৰেমী জনসাধারণের দীৰ্ঘদিনের আন্দোলনে আংশিক বিজয় হয়েছে৷ কেন্দ্ৰ ও আসাম সরকার পাস-ফেল প্ৰথা না থাকায় প্ৰাথমিক পৰ্যায়ে সরকারি শিক্ষাব্যবস্থা যে ধ্বংস হয়েছে তা তীব্র গণতান্ত্রিক আন্দোলনের চাপে কার্যত স্বীকার করে নিয়েছে৷ তবে তা পুনরায় চালু না করে জনগণকে বিভ্রান্ত করতে শুধুমাত্র পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। অথচ বেশিরভাগ স্কুলেই শিক্ষকের মারাত্মক অভাবের ফলে সেগুলোতে ফেল করা ছাত্ৰ ছাত্ৰীদের দু’মাসের বিশেষ ক্লাসের ব্যবস্থা করে পাস করানো যে সম্ভব নয়, তা সরকারের অজানা নয়৷ এর পরও এই সিদ্ধান্ত নেওয়া সম্পূৰ্ণ অবাস্তব ও প্ৰতারণামূলক । এর ফলে ছাত্ৰ-ছাত্ৰীরা অনুত্তীর্ণ হলেও তাদের পাস করিয়ে দেওয়ার প্ৰচলিত ব্যবস্থা বহাল থাকবে এবং তা শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে না।
ডিএসও-র পক্ষ থেকে তাই শুধু পঞ্চম ও অষ্টম শ্ৰেণীতে নয়, প্ৰথম শ্ৰেণী থেকেই পাস-ফেল প্ৰথা পুনঃপ্ৰৰ্বতন সহ বিদ্যালয়ে পৰ্যাপ্ত শিক্ষক নিয়োগ, পরিকাঠামো উন্নয়নের দাবি উত্থাপন করা হয়। এছাড়াও রাজ্যের শিক্ষাপ্ৰেমী জনসাধারণকে শিক্ষার মান উন্নয়নের স্বার্থে প্ৰথম শ্ৰেণী থেকে পাস-ফেল পুন:প্ৰবৰ্তন না হওয়া পৰ্যন্ত আন্দোলন চালিয়ে যেতে আহ্বান জানান ডিএসওর সম্পাদক হেমন্ত পেগু৷