Barak UpdatesAnalyticsBreaking News
শুক্রবার বরাকের তিনটি স্থানে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান, সফরসূচি প্রকাশ
ওয়ে টু বরাক, ২৯ ফেব্রুয়ারি ঃ একদিনের সফরসূচি নিয়ে শুক্রবার অর্থাৎ ১ মার্চ বরাক উপত্যকায় আসছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ দিন সকাল ৯টায় তিনি কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর হেলিকপ্টারে করে তিনি কুম্ভীরগ্রাম থেকে সোজা চলে যাবেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সকাল ৯টা ৩৫ থেকে ১০টা ৪০ পর্যন্ত সেখানে দুটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
মুখ্যমন্ত্রী প্রথমে মেডিক্যাল চত্বরে থাকা অমরুত জল প্রকল্পের একটি অংশের উদ্বোধন করবেন এবং এরপর দ্বিতীয় পর্যায়ের পানীয় জল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এটি শেষ হলে মুখ্যমন্ত্রী টাটার নির্মিত অত্যাধুনিক কাছাড় ক্যান্সার কেয়ার হাসপাতালের উদ্বোধন করবেন। ১০টা ৪৫ মিনিটে মুখ্যমন্ত্রী মেডিক্যাল কলেজ থেকে হেলিকপ্টারে রওনা দেবেন রামকৃষ্ণনগরে। সেখানে ১১টা ৫ মিনিটে মুখ্যমন্ত্রী করিমগঞ্জ মেডিক্যাল কলেজের ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন। ভূমিপূজনের পর মুখ্যমন্ত্রী রামকৃষ্ণনগর মিনি স্টেডিয়ামে এক জনসভায়ও অংশ নেবেন।
রামকৃষ্ণনগর থেকে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে চড়ে যাবেন কাছাড় জেলার লক্ষীপুরের লাবকে। সেখানে লাবক খেলার মাঠে ২টা থেকে ৩টা ১৫ পর্যন্ত এক জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে ফের চলে যাবেন কুম্ভীরগ্রামে। বিকেল ৪টা নাগাদ কুম্ভীরগ্রাম থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা হবেন তিনি। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতি জারি করে এই সফরসূচির কথা জানানো হয়েছে।