Barak UpdatesHappeningsBreaking News
শুক্রবার থেকে হাইলাকান্দিতেও শিশুদের টিকাকরণ
ওয়েটুবরাক, ১৫ ডিসেম্বর: হাইলাকান্দি জেলায়ও শুক্রবার থেকে শূন্য থেকে পাঁচ বছর বয়সের বাদ পড়া শিশু এবং গর্ভবতী মহিলাদের টিকাকরণে বিশেষ অভিযান শুরু হচ্ছে। সাতদিনব্যাপী এই অভিযানে জেলার বাদ পড়া ৬০৭ জন শিশু ও গর্ভবতী মহিলাকে টিকাকরণের আওতায় আনতে ৮৬টি সেশনে টিকাকরণ করা হবে। শুক্রবার লালামুখ টিই হসপিটালে এই বিশেষ টিকাকরণ অভিযানের উদ্বোধন করা হবে।
উল্লেখ্য, রুটিন টিকাকরণ থেকে বাদ পড়া এবং টিকাকরণ সমাপ্ত না করা শিশু ও গর্ভবতী মহিলাদেরকে প্রথম রাউন্ডে শুক্রবার থেকে সাত দিনব্যাপী টিকাকরণ করা হবে। এরপর দ্বিতীয় রাউন্ডে আগামী ১৭ জানুয়ারি থেকে এবং তৃতীয় রাউন্ডে আগামী ১৬ই ফেব্রুয়ারি থেকে এই বিশেষ টিকাকরণ কার্যসূচি চলবে জেলা জুড়ে। স্বাস্থ্য বিভাগ থেকে প্রচারিত এক আবেদনে জেলার বাদ পড়া এবং টিকাকরণ সম্পূর্ণ না করা শিশু ও গর্ভবতী মহিলাদের এবং তাদের অভিভাবকদেরকে এই কাজে সহযোগিতার জন্য আবেদন জানানো হয়েছে।