India & World UpdatesHappeningsBreaking News
শিষ্য খুনে দোষী সাব্যস্ত রাম রহিম
ওয়েটুবরাক, 8 অক্টোবরঃ শিষ্য খুনে দোষী সাব্যস্ত হলেন ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম। একই মামলায় আরও পাঁচজনকে দোষী বলে ঘোষণা করেছে হরিয়ানার পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত। আগামী মঙ্গলবার তাদের শাস্তির পরিমাণ জানানো হবে।
২০০২ সালের ১০ জুলাই কুরুক্ষেত্রের খানপুর কোলিয়া গ্রামে রাম রহিমের শিষ্য রণজিৎ সিংহের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। রাম রহিমের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ জানান মৃত রণজিৎ সিংহের ছেলে। সিবিআই-এর দাবি, এই খুনের পিছনে হাত ছিল রাম রহিমের। কারণ, রাম রহিম তাঁর শিষ্যাদের উপর যৌন নির্যাতন চালাতেন। তাঁর সন্দেহ ছিল, এই খবর বাইরে বেরনোর পিছনে রয়েছেন রণজিৎ সিংহ। তাই তাঁকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়।
২০১৭ সালের অগস্ট মাসে আশ্রমের মধ্যে দুই শিষ্যাকে ধর্ষণ এবং এক সাংবাদিকের খুনের দায়ে রাম রহিমকে ২০ বছর জেলের সাজা দেয় আদালত। বর্তমানে রোহতকের সুনারিয়া জেলে আছেন রাম রহিম।