Barak UpdatesHappeningsBreaking News
শিশুপুত্রের জন্মদিন উদযাপনে শহর থেকে দুর্গম গ্রামে গেলেন মৌপী-দেবতনু
ওয়েটুবরাক, ৮ ফেব্রুয়ারি: জন্মদিন উদযাপন করা হাল আমলের ফ্যাশন, কিন্তু সেই উদযাপন ব্যক্তি বিশেষের ভাবনা বা ভাবধারার ফারাকে ভিন্ন মাত্রায় উত্তীর্ণ হয় ।
আজ রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি, শিলচর পরিচালিত শ্রীমা সারদা কোচিং সেন্টার, ইটখলা শাখায় তেমনি এক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের একমাত্র পুত্রসন্তানের জন্মদিন পালন করলেন শিলচরের মৌপী দেব পুরকায়স্থ ও দেবতনু বিশ্বাস । পেশায় দুজনেই ব্যাঙ্ক শিল্পের সঙ্গে জড়িত । প্রতি বছর নিজেদের জন্মদিনে সোসাইটির কোনও এক শাখার ছাত্রছাত্রীদের খাইয়ে থাকেন । এই বছর পালিত হয়, চন্দ্রনাথপুর থেকে রেললাইন পাশ ঘেঁষে আরও চার কিলোমিটার দূরে এক দুর্গম জনবসতি –ইটখলায় । কেক কাটার পাশাপাশি বাচ্চাদের মধ্যে ফল, মিষ্টি ইত্যাদি সহকারে ফুড কিট বিতরণ করা হয় । বাচ্চারা উদ্যোগী হয়ে ধামাইল, টুসু, ঝুমুর ইত্যাদি নাচের মধ্য দিয়ে নিজেদের আনন্দ প্রকাশ করে । একই সঙ্গে নাচের তালে পায়ে পা মেলান অনুষ্ঠানে উপস্থিত শহর থেকে আগত অতিথিরা ।
প্রত্যন্ত অঞ্চলে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি, শিলচর যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাতে অনুপ্রাণিত হয়ে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, জোনাল অফিসের চিফ ম্যানেজার অভিজিৎ দে অনলাইন ক্লাসের জন্য নিজের ব্যক্তিগত ল্যাপটপ সোসাইটির হাতে তুলে দেন৷ জন্মদিনের অনুষ্ঠানেই ছাত্রছাত্রীদের হাতে সেটি তুলে দেওয়া হয় ।
উল্লেখ্য, রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি দীর্ঘ দিন ধরে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসারে ব্রতী । এযাবৎ কুড়িটি শাখায় এক হাজারেরও বেশি ছাত্র ছাত্রী পড়াশোনা করে । নতুন পরিকল্পনায় সব কটি শাখায় অনলাইনে প্রশিক্ষণের প্রয়াস চলছে ।
এই অনুষ্ঠানে মৌপী-দেবতনুর সঙ্গে উপস্থিত ছিল তিন বছরের বার্থডে বয় দেবদ্রিত বিশ্বাসও। উপস্থিত ছিলেন পরিবারের পক্ষ থেকে মৌমিতা রায় ও রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির পক্ষে যাদব সাহা, মহুয়া দাস, শিপ্রা পুরকায়স্থ এবং সোসাইটির সম্পাদক সুপ্রদীপ দত্তরায় ।