Barak UpdatesHappenings
শিলচর-হাইলাকান্দিতে ১৯ জন করে রক্ত দিয়ে উনিশের তর্পণ
২০ মে: ভাষাশহিদ দিবস উপলক্ষে বরাক উপত্যকার লাইফ লাইন ফাউণ্ডেশন, সন্মিলিত সাংস্কৃতিক মঞ্চ ও ঈশান বাংলা নিউজ পরিবারের যৌথ উদ্যোগে মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ শিলচর রেডক্রশ এবং এস এম দেব সিভিল হাসপাতাল ব্লাড ব্যাঙ্কে অনুষ্ঠিত দুটি শিবিরে মোট ১৯ জন রক্তদান করে মহান দিনের ‘উনিশের তর্পণ’ করেন। রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত ছিলেন বন ও মৎস্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক দিলীপ পাল। তাঁরা উনিশের তর্পণের যৌথ উদ্যোগকে সাধুবাদ জানান এবং রক্তদাতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
শলাইফ লাইন ফাউণ্ডেশনের পক্ষে পল্লবিতা শর্মা জানান, হাইলাকান্দি ব্লাড ব্যাঙ্কেও সংগঠনের হাইলাকান্দি শহরের ১৯জন সদস্য রক্তদান করে উনিশের তর্পণ করেছেন। সেখানে শিবির পরিচালনায় তৎপর ছিলেন প্রাক্তন পুর সদস্য অমিত সেন (পিণ্টু)।
এদিকে, শিলচর শহরে রক্তদান শিবিরের সূচনা পর্বে যৌথ সংগঠনের পক্ষে উভয় ব্লাডব্যাঙ্কে কর্মরতদের করোনা মোকাবেলায় অক্লান্ত পরিশ্রমের জন্য সংবর্ধনা জানিয়ে স্মারক প্রদান করা হয়। রক্তদান শিবির চলাকালে যৌথ সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অজয় রায়, আয়ূষী বিশ্বাস, সৌমিত্র দত্তরায়, বিক্রমজিৎ বাউলিয়া, পল্লবীতা শর্মা, চয়ণ ভট্টাচার্য, জয়দীপ চক্রবর্তী, কুন্তল কুরি, প্রভা দাস, সহেলী দেব, মিঠন বিশ্বাস, নবেন্দু সাহা, উত্তম ঘোষ, দিয়া পাল প্রমুখ।