Barak UpdatesHappeningsBreaking News

শিলচর সেন্ট্রাল রোডে বচসা, জখম ১

ওয়েটুবরাক, ৮ মার্চ : হোলির বিকালে শিলচর সেন্ট্রাল রোডে রাস্তা পেরনো নিয়ে বিবাদ বাঁধে৷ ক্যালকাটা ফ্লাওয়ার ডেকোরেটরসের এক কর্মচারী রাস্তা পেরনোর সময় স্কুটির মুখোমুখি হয়ে যায়৷ এ নিয়ে স্কুটি আরোহীদের সঙ্গে তার তর্কাতর্কি বাঁধে৷ কথা কাটাকাটিতে জড়ান ক্যালকাটা ফ্লাওয়ারের কর্ণধার দীপঙ্কর ঘোষও৷ এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে পুলিশ গিয়ে উভয় পক্ষকে নিরস্ত করে ৷ রঙমাখা স্কুটিচালকদের সরিয়ে দেয়৷ কিন্তু পুলিশ ওই জায়গা থেকে সরে যেতেই তিন যুবক গিয়ে দীপঙ্করকে পেটাতে থাকে৷ নীচে ফেলে বুকে-পিঠে প্রচণ্ড প্রহার করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান৷ পুলিশ-সিআরপি আবার গেলে এরা দৌড়ে পালায়৷ স্থানীয় মানুষের সাহায্যে দীপঙ্করকে শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়৷

Rananuj

প্রত্যক্ষদর্শীরা বলেন, যুবকরা এতটাই রংমাখা ছিল যে, তাদের চেনা যায়নি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker