Barak UpdatesHappeningsBreaking News

শিলচর সদর সার্কল অফিস ইটখলার বিবেকানন্দ হলে

ওয়েটুবরাক, ১৩ জানুয়ারি : শিলচর সদর রেভেন্যু সার্কল স্থানান্তর হয়েছে৷ এতদিন এই অফিস উন্নয়ন ভবনের নীচতলায় চলছিল৷ পরে বঙ্গভবনের পাশে বিশাল দালানবাড়ি নির্মিত হয়েছিল সার্কল অফিস হিসাবে৷ কিন্তু সেখানে অস্থায়ীভাবে মিনি সচিবালয় এবং বরাক ভ্যালি কমিশনারেট চালু করায় ওই দালানবাড়ি কবে ফাঁকা হবে, সে অপেক্ষায় ভরসা করতে পারছিল না জেলা প্রশাসন৷ কারণ শ্রীকোণায় মিনি সচিবালয় নির্মাণকাজ আসলে শুরুই হয়নি এখনও৷ এই অবস্থায় জেলা প্রশাসন ইটখলার নবনির্মিত বিবেকানন্দ হলে সার্কল অফিস স্থানান্তর করেছে৷

এ দিকে, বিনোদনমূলক কর্মসূচি সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ইটখলায় এই বিবেকানন্দ হল নির্মাণ করা হয়েছিল৷ দিলীপকুমার পাল বিধায়ক থাকাকালে তাঁর এলাকা উন্নয়ন তহবিলের অর্থে এই হলঘর নির্মাণ করা হয়েছিল৷ সঙ্গে রয়েছে একটি গেস্ট হাউস৷ সবই এখন সরকারি কাজে লাগানোর ঘটনায় শহরের একাংশ জনতা ক্ষোভ ব্যক্ত করেছেন৷ তাঁদের কথায়, কম ভাড়ায় অনুষ্ঠান করার এই সুযোগটিও কেড়ে নেওয়া হল৷ জেলা গ্রন্থাগার ভেঙে দিয়ে এখন পুনর্নির্মাণের কাজ গুরুত্ব না দেওয়ায় শিলচরে  সাংস্কৃতিক কর্মসূচি প্রায় বন্ধ হয়ে পড়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker