Barak UpdatesHappeningsBreaking News
শিলচর রেলস্টেশনে প্রচারের মাধ্যমে সমাপ্ত হল ভোটার সচেতনতা কর্মসূচি
ওয়েটুবরাক, ৩১ মার্চঃ কাছাড় জেলায় এসভিইইপি সেলের উদ্যোগে ভোটার সচেতনতার অনুষ্ঠান হলো মঙ্গলবার শিলচর রেলস্টেশনে। এর মধ্য দিয়ে সচেতনতামূলক এই কর্মসূচিরও সমাপ্তি হলো৷ এ দিন সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের মিনি সচিবালয়ের সচিব জে আর লালসিম। তিনি প্রত্যেক জনগণকে ১ এপ্রিল ভোট দেবার আহ্বান জানান। বলেন, এবার ভোটার সচেতনতার জন্য গুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রেকর্ড গড়া দীর্ঘ আলপনা আঁকার পাশাপাশি বালুশিল্প, ঘুড়ি প্রতিযোগিতা, নৌকা দৌড়ও হয়। ‘গর্ব কাছাড়’-এর জন্য ভোট দেবার কথাও বলেন তিনি।
শিলচর রেলস্টেশনের স্টেশন-সুপার বিপ্লব দাস বলেন, ভোট সবার অধিকার। দেশের সঠিক উন্নয়নের জন্য প্রত্যেকেকে ভোট দিতে হবে। তাই তিনি প্রত্যেককে ভোটের দিন নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে বলেন।
এদিন রেলস্টেশনে ‘গর্ব কাছাড়’ লেখা গ্লো সাইনবোর্ডও লাগানো হয়। এদিন শহরের অনেক পুরনো প্রতিষ্ঠানেও এই সাইনবোর্ডও লাগানো হয়। এ দিন অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী নৃত্য পরিবেশিত হয়। পথনাটক পরিবেশন করে ‘সক্ষম’ সংস্থা। ভোট দানের জন্য শপথ পাঠও করানো হয়।