Barak UpdatesHappeningsBreaking News

শিলচর রেডক্রসে ৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড, শহরে ৩ জোনে চলবে সচেতনতা
5 bedded isolation ward made ready at Red Cross, awareness in 3 zones in the town

১৭ মার্চ : করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পাঁচ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড খুলবে ভারতীয় রেডক্রস সোসাইটির শিলচর শাখা। করোনার সংক্রমণ রোধ করতে এক জরুরি সভায় মিলিত  হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। এই আইসোলেশন ওয়ার্ডের তত্ত্বাবধানে পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল থাকবে। এই  চিকিৎসক দলে রয়েছেন ডাঃ অখিল চন্দ্র পাল, ডাঃ স্বপ্না সেন, ডাঃ ভি কে নারায়ণ, ডাঃ এইচকে চৌধুরী ও ডাঃ অভিজিৎ পাল।

সভার সিদ্ধান্ত অনুযায়ী রেডক্রস কর্তৃপক্ষ শিলচর শহরের ২৮টি ওয়ার্ডকে তিনটি জোনে ভাগ করে সচেতনতামূলক প্রচার চালাবেন। ‘এ’ জোনে রয়েছে ১ থেকে ১০ নম্বর ও ২৩ নম্বর ওয়ার্ড। ‘বি’ জোনে ১১ থেকে ১৮ নম্বর ওয়ার্ড ও ২০ নম্বর ওয়ার্ড রয়েছে। আবার কুড়ি ও ২৩ নম্বর ওয়ার্ড বাদ দিয়ে ১৯ থেকে ২৮ নম্বর ওয়ার্ড পর্যন্ত রয়েছে ‘সি’ জোনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker