Barak UpdatesHappeningsBreaking News

শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ, ঘরবরণ অমরচাঁদ প্রেমদাময়ী হাই স্কুলে মূল্যবোধ জাগৃতি অনুষ্ঠান

ওয়েটুবরাক, ৩০ আগস্ট : বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি। এ উপলক্ষে বরাক উপত্যকার বিদ্যালয় সমূহে মূল্যবোধ জাগৃতি অভিযান চলছে। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সাংস্কৃতিক সমিতির ব্যবস্থাপনায় শনিবার এই অভিযান-অনুষ্ঠান হয় শিলচর শহরের ঘরবরণ অমরচাঁদ প্রেমদাময়ী হাই স্কুলে৷

সকালে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
আসাম বিশ্ববিদ্যালয়ের এমবিএ বিভাগের প্রধান অমৃত লাল ঘোষ জানান, শতবর্ষে বরাক উপত্যকার শতাধিক স্কুলে এই ধরনের কর্মসূচি করার অঙ্গ হিসেবে ইতিমধ্যে প্রায় ৫০টি স্কুলে অভিযান করা হয়েছে। আরিয়ান কলেজের শিক্ষক জয়াশিস মজুমদার বলেন, ছাত্রছাত্রীদের সঙ্গে স্বামীজির পরিচয় করিয়ে দেওয়াই হচ্ছে এই উদ্যোগের মূল উদ্দেশ্য। স্বামীজিকে অনুসরণ করে ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষৎ সুন্দর ও সার্থক করে গড়ে তুলতে পারে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক চম্পক সাহা। বিপ্লবী উল্লাসকর দত্ত বিদ্যাভবনের প্রাক্তন শিক্ষিকা মঙ্গলা ভট্টাচাৰ্য মূল্যবোধের ওপর আলোচনা করেন।
এ দিন স্কুলের ১০০ ছাত্রছাত্রী কুইজ, রচনা, স্বামীজির ছবি অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ীদের হাতে পুরস্কার হিসাবে বিভিন্ন ধরণের গ্রন্থ ও সার্টিফিকেট তুলে দেওয়ার পাশাপাশি, অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে স্বামীজী বিষয়ক পুস্তিকাও দেওয়া হয়৷
অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিনজন ক্রমে অঙ্কুর দত্ত, বিপ্লব রায় ও রাজু দেবনাথ। রচনা প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিনজন ক্রমে অর্পিতা দাস, সনি রানী দাস ও শান্তি দাস ৷ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিন স্থানাধিকারী হলো কালাচাঁদ দাস, মান্তু পাল ও মহামায়া দাস৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রলয়কান্তি চৌধুরী, বিশ্বজিৎ দেব, জয়শ্রী দাস, পরিণীতা মজুমদার, সুনন্দা নাথ, মণিকা আচার্য, মহুয়া লস্কর, বর্ণালী দত্ত, দেবু রাহা প্রমুখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker