Barak UpdatesAnalyticsBreaking News
শিলচর মেডিক্যালে ৩ দিনের গায়নোলজিক্যাল সম্মেলন শুরু শুক্রবার
ওয়ে টু বরাক, ২৩ নভেম্বর ঃ ৩২তম নর্থ ইস্ট অবস্ট্রেটিকস অ্যান্ড গায়নোকলজিক্যাল সম্মেলন ও কর্মাশালা সংক্ষেপে নিয়জস্কন-২৩ শুক্রবার অর্থাৎ ২৪ নভেম্বর শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হচ্ছে। ওইদিন সন্ধ্যায় মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে এই সম্মেলনের উদ্বোধন করবেন শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন শিলচর এনআইটির ডিরেক্টর দিলীপ কুমার বৈদ্য ও শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত।
নিয়জস্কনের অর্গানাইজিং চেয়ারম্যান ডাঃ প্রণয় কুমার নাথ জানান, ২০০৫ সালে শিলচরে এই সম্মেলন শেষবারের মতো হয়েছিল। এতো বছর পর ফের এই সম্মেলন হচ্ছে শিলচরে। তিনি জানান, এই সম্মেলনে বিশিষ্ট চিকিৎসক ডাঃ হাফিজ রহমান, ডাঃ যশোধন ডেকা, ডাঃ সুব্রত বিশ্বাস, ডাঃ মণিদীপ পাল প্রমুখ উপস্থিত থাকবেন। সব মিলিয়ে এখানে উত্তর-পূর্ব সহ দেশের অন্যান্য স্থানের প্রায় আড়াইশো প্রতিনিধির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। বিশিষ্ট চিকিতসকেরা গায়নোলজিক্যাল সার্জারি সহ বিভিন্ন উন্নত প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞানের ব্যাপারে আলোচনা করবেন। তিনদিনের এই সম্মেলন শেষ হবে ২৬ নভেম্বর।