Barak UpdatesHappeningsBreaking News
শিলচর বাইপাস সংলগ্ন আতালবস্তি থেকে ১০৫ কোটির হেরোইন বাজেয়াপ্ত
ওয়ে টু বরাক, ১৯ মে : ড্রাগস বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। শিলচর আইজল বাইপাস সংলগ্ন আতালবস্তি এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ১০৫ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ ১০ কেজি ৩৩৩ গ্রাম। ৯টি লেদারের ব্যাগে ৬০টি সাবানের বাক্সে এগুলো রাখা ছিল। এ ঘটনায় এক মহিলা সহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার শিলচরে এক সাংবাদিক বৈঠক করে এই অভিযানের কথা জানান পুলিশ সুপার নোমাল মাহাত্তা। তিনি জানান, বাইপাস সংলগ্ন আতালবস্তি এলাকায় একটি হোন্ডাই গাড়িতে তল্লাশি চালিয়ে এই বিশাল পরিমাণ ড্রাগস বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাইরের রাজ্য থেকে এই নেশাজাতীয় সামগ্রী কাছাড় জেলায় নিয়ে আসে পাচারকারীরা। বর্তমানে তিন পাচারকারীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।