NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

শিলচর থেকে জিরিবাম পেরিয়ে বঙ্গাইচুঙপাও রওয়ানা ট্রেন, হচ্ছে ডকুমেন্টারি

ওয়েটুবরাক, ২ জুলাই: মণিপুরের নতুন রেলস্টেশন বঙ্গাইচুঙপাওয়ের উদ্দেশে শিলচর থেকে একটি ট্রেন আজ শুক্রবার শিলচর থেকে রওয়ানা হয়েছে৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের সিনিয়র পিআরও নৃপেন ভট্টাচার্য ডকুমেন্টারি টিম নিয়ে ওই ট্রেনে যাচ্ছেন৷ নৃপেনবাবু জানিয়েছেন, এটি একটি ডেমু ট্রেন৷ এই যাত্রার  মূল উদ্দেশ্য, ডকুমেন্টারি তৈরি করা৷ সেটি রেলমন্ত্রী পীযূষ গোয়েলের কাছে পাঠানো হবে৷ নৃপেনবাবুদের নিয়ে ১০ কামরার ট্রেনটি শিলচর থেকে সকাল ৮টা ৪৫ মিনিটে রওয়ানা হয়েছে‌৷ আজই তাঁরা বঙ্গাইচুঙপাও থেকে ফিরে আসবেন বলে নৃপেনবাবু জানিয়েছেন৷

সাধারণ ট্রেনের হিসাবে আড়াই ঘণ্টায় এর গন্তব্যে পৌঁছার কথা৷ জিরিবাম থেকে আরও ১১ কিলোমিটার পেরিয়ে বঙ্গাইচুঙপাও নিয়মিত ট্রেন চলাচল শুরু হলে এটি থামবে অরুণাচল, নিউ শিলচর, ময়নারবন্দ, রানিগাঁও, শ্রীবার, কামরাঙা, জিরিঘাট ও জিরিবামে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker