Barak UpdatesHappeningsBreaking News

শিলচর আশ্রম রোডে সর্বজনীন বাসন্তী পুজোর মণ্ডপের উদ্বোধন বিধায়ক দীপায়নের

ওয়ে টু বরাক, ১৫ এপ্রিল : শিলচর সৎসঙ্গ আশ্রম রোডে মিলন মঞ্চের পরিচালনায় আশ্রম রোড সর্বজনীন শ্রীবাসন্তী পুজো কমিটি এ বছর প্রথম বারের মতো বাসন্তী পূজোর আয়োজন করেছে । রবিবার ষষ্ঠী তিথিতে ফিতা কেটে পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সঙ্গে ছিলেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নীহার রঞ্জন দাস, শিলচরের সাংসদ প্রতিনিধি পুলক দাস, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, আসাম প্রদেশ বিজেপি অনুসূচিত জাতি মোর্চার সহ-সভাপতি অমলেন্দু দাশ, সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী, পুজো কমিটির সভাপতি পরিতোষ দত্ত, সাধারণ সম্পাদক অবিনাশ জগজ্যোতি, সহ-সভাপতি জ্যোতিশ দাস, সুপর্ণা জগজ্যোতি, বরাকভ্যালি কৈবর্ত উন্নয়ন পরিষদের প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী, বিজেপি নেতা বিপ্লব দেবনাথ ও বাবলু কেঁওট, সমাজকর্মী কমলেশ দাশ, পূজো কমিটির সদস্য শ্যামাচরণ দাস, নির্মল দাস প্রমুখ।

Rananuj

উল্লেখ্য, এ দিন আয়োজক পূজো কমিটির পক্ষ থেকে শতাধিক দুস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে। বস্ত্র তুলে দেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অরবিন্দ দাস। এ দিনের অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনমাতানো ধামাইল নৃত্য।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, সনাতন ধর্মকে রক্ষা করতে ভারতবর্ষের ধর্মপ্রাণ মানুষ ব্যাকুল ছিলেন বলেই আমরা আমাদের ধর্মকে রক্ষা করতে পারছি। হিন্দু কৃষ্টি- সংস্কৃতি তথা হিন্দু ধর্মকে রক্ষা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে কাজ শুরু করেছিলেন আজকের দিনে হিন্দু ধর্মাবলম্বী লোকদের আবেগের সাথে জড়িত অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি আমরা।

তিনি আশা ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আগামীদিনে এই হিন্দু সংস্কৃতি নিয়ে ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত হবে, বিশ্বগুরু হবে আমাদের দেশ। তিনি বলেন, ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত করতে হলে শুধু প্রধানমন্ত্রী কিংবা সাংসদ বিধায়কদের কাজ করলে হবে না, এটা একমাত্র সম্ভব আমরা সবাই মিলে যখন প্রধানমন্ত্রীর স্বপ্নকে সাকার করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।

বিধায়ক দীপায়ন উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেবী দুর্গার কাছে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। এদিনের অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব ও আয়োজক পূজা কমিটির সাধারণ সম্পাদক অবিনাশ জগজ্যোতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker