CultureBreaking News
শিলচরে যাত্রা শুরু সঙ্গীতায়ন অ্যাকাডেমির
২১ সেপ্টেম্বর : শিলচরে আত্মপ্রকাশ করল নতুন সঙ্গীত প্রতিষ্ঠান সঙ্গীতায়ন অ্যাকাডেমি। বেশ কিছুদিন থেকে এই প্রতিষ্ঠানটি চললেও শুক্রবারই আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। গান্ধীভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করেন কবি-সাংবাদিক অতীন দাশ, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান বিশ্বতোষ চৌধুরী, কণ্ঠশিল্পী নিপু শর্মা, গিটার বাদক দিলীপ সিনহা প্রমুখ।
অতিথিদের বরণ করে স্বাগত ভাষণ দিতে গিয়ে অ্যাকাডেমির অধ্যক্ষা মৌটুসী সাহারায় বলেন, সবার আশীর্বাদ থাকলে এই প্রতিষ্ঠান আগামীতে অবশ্যই এগিয়ে যাবে।
বক্তব্য রাখতে গিয়ে অতীন দাশ বলেন, অনেক ছোটবেলা থেকেই তিনি মেয়েটিকে চেনেন। সঙ্গীত জগতে মেয়েটির উদ্যোগ প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন। বিশ্বতোষ চৌধুরী বলেন, শিক্ষক যখন কিছু করার তাগির অনুভব করেন, তখন যেকোনও প্রতিষ্ঠান এগিয়ে যায়। এই অ্যাকাডেমিও প্রতিদিন এগিয়ে যাবে বলে তিনি আশাপ্রকাশ করেন। নিপু শর্মা বলেন, মৌটুসীর মধ্যে অনেক দৃঢ়তা রয়েছে। ফলে সে অনেকদূর এগিয়ে যাবে।
দিলীপ সিনহা এ দিন বলেছেন, তাঁর একটি সংকলনে অনেক আগেই মৌটুসী গান গেয়েছেন। ফলে গানের প্রতি ঝোঁক তিনি দেখেছেন। বিশ্বায়নের প্রভাবে সঙ্গীতের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমাদের জানালা খুলে নতুনকে স্বাগত জানাতে হবে। তবে তা ততটুকুই হবে, যার মধ্যে আমাদের অস্তিত্ব সঠিকভাবে বজায় থাকে। স্বকীয়তা বজায় রেখে সবকিছু করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর মৌটুসী ও তাঁর ছাত্রছাত্রীদের সম্মিলিত অংশগ্রহণে গণেশ বন্দনা পরিবেশিত হয়। এরপর এ দিনের সন্ধ্যাজুড়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।