Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে ভোট বাড়ল বিকেলবেলায়
ওয়েটুবরাক, ১ এপ্রিলঃ বেলা দেড়টা পর্যন্ত কাছাড় জেলার শিলচর বিধানসভা আসনেই ভোটের হার ছিল সবচেয়ে কম। ৪৪.৯৭ শতাংশ। তখন ধলাইয়ে ছিল সবচেয়ে বেশি ৫১ .৫ শতাংশ। সাড়ে তিনটায় শিলচরের ভোট অনেকটাই বেড়ে যায়। দুই ঘণ্টায় বেড়ে ৫৯.১১ শতাংশ। সর্বনিম্ন ছাপ থেকেও রেহাই মেলে তখন। বড়খলায় সে সময় পর্যন্ত ভোট পড়ে ৫৮.১৭ শতাংশ। তখন সর্বোচ্চ ভোটের হার দেখা যায় উধারবন্দে ৬৬.০১ শতাংশ। সওয়া ৫টায় শিলচর ভোটের হারে বড়খলা, কাটিগড়া, লক্ষীপুর ও সোনাইকে পেছনে ফেলে। তখন অবধি শিলচরে ভোট হয় ৭১.১১ শতাংশ। শেষপর্যন্ত তা ৭২.০৫-এ পৌঁছায়। সন্ধ্যা ছয়টার পর সবচেয়ে বেশি ভোট পড়ে কাটিগড়ায় ৭৩.৪১ শতাংশ। উধারবন্দে ৭৩.৩৮ শতাংশ, ধলাই ৭৩.১২ শতাংশ, সোনাই ৭২, বড়খলা ৭১.৬৭ এবং সবচেয়ে ভোট কম পড়ে লক্ষীপুরে ৭০.১২ শতাংশ।
ভোটের হার নিয়ে অবশ্য সবসময়েই নানা ধরনের বিচার-বিশ্লেষণ চলে। এ বার ব্যতিক্রম নয়। বিশেষ করে, বেলা সাড়ে তিনটার আগে পর্যন্ত যখন দেখা যাচ্ছিল, মর্যাদাপূর্ণ শিলচর আসনে কাছাড়ের সবচেয়ে কম ভোট পড়ছে। চর্চা আবার অন্য মাত্রা পায় যখন শিলচরের ভোটের হার অন্যদের অনেককেই ছাপিয়ে যায়। লক্ষীপুরের কম ভোট পড়ার তাতপর্যও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হচ্ছে।
ভোটের হারে কাছাড়কে পেছনে ঠেলে দিয়েছে করিমগঞ্জ জেলা। সেখানকার উত্তর করিমগঞ্জে ভোট পড়েছে ৭১.৬, দক্ষিণ করিমগঞ্জে ৭৪.২ শতাংশ বদরপুরে ৭৪ শতাংশ, রাতাবাড়িতে ৭২.০৪ শতাংশ এবং পাথারকান্দিতে ৭৩.০৪ শতাংশ শতাংশ ভোট পড়ে।