Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে বসল সন্তোষমোহনের মূর্তি
ওয়েটুবরাক, ১ এপ্রিল : ৯০-তম জন্মদিনে শিলচরে বসল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের আবক্ষ মূর্তি। শনিবার এর উন্মোচন করেন সোসিয়েল কালচারাল এডুকেশনাল অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাদল দে। সঙ্গে ছিলেন তৃণমূলের অসম প্রদেশ সভাপতি রিপুণ বরা, বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য প্রমুখ। ছিলেন সন্তোষমোহন তনয়া, রাজ্যসভার সদস্যা সুস্মিতা দেবও। আধুনিক প্রেক্ষাগৃহের অভাবে শিলচরে যখন বড়সড় কর্মসূচি গ্রহণ সম্ভব হচ্ছিল না, সন্তোষমোহন তখন সোসিয়েল কালচারাল এডুকেশনাল অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট গড়ে তৈরি করেছিলেন ১২০০ আসনের রাজীব ভবন। ওই ভবন প্রাঙ্গণেই ট্রাস্টের উদ্যোগে তাঁর মূর্তি বসল এ দিন। ভাস্কর করিমগঞ্জের স্বপন পাল।