Barak UpdatesHappenings
শিলচরে ফের ছিনতাই, বাইক আরোহীকে ধাক্কা মেরে টাকার ব্যাগ নিয়ে পালাল ২ দুষ্কৃতী
২৪ সেপ্টেম্বর : ফের অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটল শিলচরে। সেই একই কায়দায় বাইকে চড়ে এসে মুখ ঢাকা অবস্থায় দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়েছে নগদ অর্থ। টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত দুষ্কৃতীরা পালিয়ে গেছে অজানা ঠিকানায়। পুলিশকে জানানো হয়, পুলিশ তল্লাশি অভিযানে নামেও। কিন্তু দুই ছিনতাইবাজের টিকির নাগাল আর পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটেছে শহরের হাইলাকান্দি রোডে সেকেন্ড লিংক রোডের মুখে। উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা আব্দুল বারি শেখ হাইলাকান্দি রোডের স্টেট ব্যাঙ্কের নিউ শিলচর ব্রাঞ্চ থেকে টাকা তুলে রওনা দেন। বাইকে চড়ে যাওয়ার সময় তাঁর টাকার ব্যাগে ৭২ হাজার ২৫০ টাকা সহ অন্য নথিপত্র ছিল। ব্যাঙ্ক থেকে তিনি যান এলআইসি অফিসে। সেখানে কাজ সেরে তিনি বাড়ি উদ্দেশে যাওয়ার সময় যখন সেকেন্ড লিংক রোডের মোড়ে আসেন, তখনই একটি বাইকে চড়ে দুষ্কৃতীরা এসে তাঁর বাইকে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বাইক নিয়ে রাস্তায় পড়ে যান। আর তখনই বাইকে ঝুলানো টাকার ব্যাগটি তারা ছিনিয়ে পালিয়ে যায়। এ সময় আব্দুল বারির সঙ্গ টানা হ্যাঁচড়া হলেও তিনি তাদের কাছ থেকে টাকার ব্যাগটি বাঁচাতে পারেননি। দুই দুষ্কৃতী হেলমেট পরা থাকায় তাদের চেহারা চেনারও জো ছিল না।
পরে হতভাগ্য বারি রাঙ্গিরখাড়ি থানায় গিয়ে একটি এজাহার দায়ের করেন। পুলিশ এরপর মাঠে নামলেও টাকা উদ্ধার করতে পারেনি। প্রসঙ্গত, গত বছর ও চলতি বছরের গোড়ার দিকে শিলচর শহরে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে কোনও ক্ষেত্রেই পুলিশ সাফল্য পায়নি। প্রতিটি ক্ষেত্রেই দুষ্কৃতীরা বাইকে চড়ে এসে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। প্রকাশ্য রাস্তা দিয়ে দিনদুপুরে দুষ্কৃতীরা পালিয়ে গেলেও তাদের কোনও হদিশ বের করা সম্ভব হয়নি।