Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে নেতাজির উদ্ধৃতি প্রদর্শনী
২৩ ফেব্রুয়ারি : সারা বছরব্যাপী অনুষ্ঠান পালনের অঙ্গ হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন কমিটি মঙ্গলবার শিলচরে নেতাজির উদ্ধৃতি প্রদর্শনীর আয়োজন করে। সকালে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই উদ্ধৃতি প্রদর্শনীর উদ্বোধন করেন কমিটির অন্যতম উপদেষ্টা তথা বিশিষ্ট শিক্ষাবিদ দিলীপ চন্দ্র দে।
উদ্ধৃতি প্রদর্শনের পাশাপাশি অনুষ্ঠানস্থলে সারাদিন ধরে নেতাজির জীবনী, প্রবন্ধ, ব্যাজ, ছবি ইত্যাদি বিক্রি করা হয়েছে। সমিতির সম্পাদক প্রাক্তন শিক্ষক সুব্রত চন্দ্র নাথ জানিয়েছেন, নেতাজির চিন্তাধারা সবার মধ্যে ছড়িয়ে দিতেই তারা এই প্রয়াস হাতে নিয়েছেন। ভবিষ্যতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ নানা অঞ্চলে নেতাজি বিষয়ক আলোচনা, উদ্ধৃতি প্রদর্শনী, চলচ্চিত্র ইত্যাদির আয়োজন করা হবে।
তিনি জানান, ছাত্রছাত্রীদের মধ্যে নেতাজি বিষয়ক রচনা প্রতিযোগিতা আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুব্রতবাবু বলেছেন, নেতাজির বিভিন্ন সভা সমিতিতে দেওয়া ভাষণ ও তাঁর কয়েকটি বই থেকে এই উদ্ধৃতিগুলো তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, এই উদ্ধৃতির মাধ্যমে স্বাধীনতা সম্পর্কে নেতাজির সম্যক ধারণা, কৃষকদের কি ভূমিকা নেয়া উচিত, শ্রমিকদের কর্তব্য এবং মালিকদের শোষণ থেকে বাঁচতে তাদের বিভিন্ন পদক্ষেপ ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছে। তাছাড়া নতুন প্রজন্মের যুবক-যুবতীদের মধ্যে নেতাজির দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেওয়ার প্রয়াস করা হয়েছে। এ দিন অনুষ্ঠানে নেতাজির উপর আধারিত একটি ছবির কোলাজও রাখা হয়েছে। এই কোলাজের সারবত্তা সুভাষচন্দ্র বসু থেকে নেতাজি হওয়ার সংগ্রাম।