Barak UpdatesHappeningsCultureBreaking NewsFeature Story
শিলচরে নির্মিত শর্ট ফিল্ম ‘মঞ্চ’ : স্ক্রিপ্ট, অভিনয়, সাউন্ড, এডিটিং প্রশংসনীয়, লিখেছেন কমল চক্রবর্তী
//কমল চক্রবর্তী//
অনেকদিন ধরে বীক্ষণ সিনে কমিউনের সঙ্গে যুক্ত থেকে এটা উপলব্ধি করতে পেরেছি যে, সিনেমা একটি জরুরি ও শক্তিশালী মাধ্যম। জরুরি বিষয় ও তার উষ্ণতায় সহজেই পৌঁছানো যায় মানুষের কাছাকাছি।
গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে প্রথম প্রদর্শিত হয়েছে চিত্রলেখা প্রডাকশনস-এর শর্ট ফিল্ম “মঞ্চ”। পরিচালক চিত্রাঙ্কনা ভৌমিক। তিনি এই ছবিতে লুপ্তপ্রায় শিল্প যাত্রাকে তুলে ধরেছেন, যে যাত্রা সারারাত দেখে আমাদের শৈশবকাল অতিবাহিত হয়েছে। এই ছবির মূল চরিত্র সুবল (অভিনয়ে সঞ্জীব দাস), যার মননে এই যাত্রাশিল্প। ছবির স্ক্রিপ্ট, অভিনয়, সাউন্ড, এডিটিং সত্যিই প্রশংসনীয়। মনোরঞ্জন মালাকারের উদাত্ত কণ্ঠে গান অন্যমাত্রায় নিয়ে যায়। যাত্রাশিল্প এখনও যে সুবল দাসের স্ত্রী ও তার নাতি-নাতনীদের মধ্যে বিরাজমান, তা বুঝিয়ে দেওয়ার জন্য পরিচালক অত্যন্ত নিপুণভাবে শেষ দৃশ্যটি তুলে ধরলেন৷ সত্যি ওই জায়গাই পরিচালকের মুন্সিয়ানার পরিচয় বহন করে। এই শিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের, এর পদ্ধতিও পরিচালক জানিয়ে দিলেন।
ছবিটির ইংরেজি সাবটাইটেল থাকলে অন্য ভাষাগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেওয়া যেতো। হয়তো পরিচালক চিত্রাঙ্কনা সেই কাজটি করবেন।