Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে ট্রাফিক পুলিশের ওপর দলবদ্ধ আক্রমণ উন্মত্ত যুবকদের
ওয়ে টু বরাক, ২২ মার্চ : শিলচরে কর্তব্যরত ট্রাফিক পুলিশের উপর দলবদ্ধ আক্রমণের ঘটনা ঘটল। যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত থাকা ট্রাফিক পুলিশকে রাজপথে ব্যাপক মারধর করে একদল উন্মত্ত যুবক। ঘটনাটি ঘটেছে শিলচর সদরঘাট সেতুর সামনে।
সেখানে যানজট নিয়ন্ত্রণের সময় একটি ম্যাজিক ট্রাক ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করায় ওই পুলিশ হাতে থাকা লাঠি দিয়ে ম্যাজিক ট্রাকটিকে থামানোর চেষ্টা করেন। পুলিশের লাঠির আঘাতে ম্যাজিক ট্রাকটির লুকিং গ্লাস ভেঙ্গে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ এবং ম্যাজিক ট্রাকটির চালকের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকার সময়ই একদল উন্মত্ত যুবক আক্রমণ করে এই ট্রাফিক পুলিশকে।
রাজপথেই কর্তব্যরত ট্রাফিক পুলিশকে টানা হ্যাচড়া করে মারধর শুরু করে এই যুবক দলের সদস্যরা। এই উন্মত্ত দলের হাত থেকে রক্ষা পেতে সেই স্থান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন ট্রাফিক পুলিশ।
এদিকে ট্রাফিক পুলিশের উপর আক্রমণের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো। এই ঘটনার সঙ্গে জড়িত কোনও ব্যক্তিকেই রেহাই দেওয়া হবে না বলে জানান পুলিশ সুপার। ঘটনার সঙ্গে জড়িত থাকায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং জড়িত থাকা অন্য যুবকদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানান পুলিশ সুপার।