Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে কাদাভরা মাঠে স্বাধীনতার কুচকাওয়াজ

ওয়েটুবরাক, ১৫ আগস্ট : দিন দশেক ধরে মহড়া দিয়েছিলেন আধা সামরিক, রাজ্য পুলিশ, এনসিসি, স্কাউট গাইড সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা৷ কিন্তু মঙ্গলবার স্বাধীনতা দিবসের সকালে পুলিশ প্যারেড গ্রাউন্ডে মূল অনুষ্ঠান স্থলে গিয়ে সকলে হতাশ হয়ে পড়েন৷ বিশেষ করে, ছাত্রছাত্রীরা ভেবে পাচ্ছিল না, এই মাঠে কী করে মার্চপাস্ট হবে৷ শেষে কাদাভরা মাঠেই তাদের কুচকাওয়াজে অংশ নিতে হয়৷ ফলে তা আর মার্চপাস্ট বা কুচকাওয়াজ হয়নি৷ স্থানে স্থানে তাদের এগিয়ে চলাই কষ্টকর হয়ে দাঁড়ায়৷ মুহূর্তে জুতা, মোজা, পোশাক কাদাময় হয়ে ওঠে৷ ওই সব পরেই দীর্ঘসময় তাঁদের মাঠে দাঁড়িয়ে থাকতে হয় মন্ত্রীর মুখে সরকারের সাফল্য শোনার জন্য৷ এ সব নিয়ে অংশগ্রহণকারী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়৷ উপস্থিত দর্শকরাও ক্ষোভের সঙ্গে বলেন, বৃষ্টির দিনেই যেহেতু স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, তখন প্রশাসনের উচিত ছিল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker