Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে কংগ্রেসের ব্যানারে বীর সাভারকারের নাম!
ওয়েটুবরাক, ১৬ আগস্ট : কংগ্রেসের ব্যানারে বীর সাভারকারের নাম! হ্যাঁ, এমনটাই দেখা গেল শিলচর শহরে৷ তা অবশ্য কংগ্রেসিরা লেখেননি৷ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে শিলচরে কংগ্রেসের পক্ষ থেকে যে দীর্ঘ ব্যানার লাগানো হয়, তাতে ২৮ জন স্বাধীনতা সংগ্রামীর নাম উল্লেখ করা হয়৷ ৪০ ফুট দৈর্ঘ ও ৬ ফুট প্রস্থের ওই ব্যানারে ছিল তাঁদের ফোটোও৷ পাশে অনেকটা ফাঁকা জায়গা৷ সেখানে ‘অবিতর্কিত স্বাধীনতা সংগ্রামী’দের আরও নাম আহ্বান করা হয়েছিল৷ তাতেই একজন বড় করে লিখে দিলেন বীর সাভারকারের নাম৷
শিলচর পুরসভার গোলদীঘি মলের সামনে ওই ব্যানারে অনেকে আবার নিজের নাম, বাবার নামও লিখে গিয়েছেন৷ একাংশ আবার ওই ২৮ নাম থেকেই দুই-একজনের কথা উল্লেখ করেছেন৷
জেলা কংগ্রেস সভাপতি তমালকান্তি বণিক জানান, “শচীন্দ্রমোহন দত্ত ওরফে লাখুদার নামও উঠে এসেছে, যা আমাদের সত্যিই উল্লেখ করা দরকার ছিল৷ আরও কিছু উল্লেখযোগ্য নাম এসেছে৷” তাঁর ইচ্ছা, এখানেই না থেমে এ নিয়ে আর একটু এগোনো৷ তাই কী ভাবে এগুনো যায়, সকলের সঙ্গে কথা বলছেন৷