Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে ওরাল হেলথ ডেতে ২৯৫ শিশুর দন্তচিকিৎসা , সচেতনতা
ওয়েটুবরাক, ২২ মার্চ: বেশ কিছু কার্যসুচির মাধ্যমে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে পালন করল কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ। রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রামের (এন ও এইচ পি) অধীনে সোমবার আয়োজিত এই দিবসটি কেন্দ্রীয়ভাবে কাছাড় জেলার সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল অসামরিক হাসপাতালে পালন করা হয়। এরই অঙ্গ হিসেবে জেলার রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য কর্মসূচি (আরবিএসকে)-র সহযোগিতায় এক মেগা দন্ত চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি সিভিল হসপিটালের ওপিডি-র সম্মুখভাগে হাসপাতালে আগতদের নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। বন্টন করা দাঁতের যত্ন বিষয়ে পরামর্শপত্র। এদিনের চিকিৎসা শিবিরে জেলা এন ও এইচ পি-র আধিকারিক ডাঃ অংশুমান নাগ, জেলা সংযোজক ইকবাল বাহার লস্কর সহ জেলার বিভিন্ন হাসপাতালের দন্ত চিকিৎসক যথাক্রমে সিভিল হাসপাতালের ডাঃ নন্দিতা দাস, ডাঃ শিল্পী পুরকায়স্থ, বিক্রমপুর স্বাস্থ্যখন্ডের ডাঃ মৃগাঙ্ক শেখর ঘোষ, বড়খলার ব্লকের ডাঃ কিশাল মজুমদার, ধলাই ব্লকের ডাঃ চিরঞ্জীব বর্মণ, হরিনগর ব্লকের ডাঃ ইমরান শাহ, জালালপুর ব্লকের ডাঃ রাকেশ নারুকা, লক্ষীপুর ব্লকের ডাঃ বিক্রম ভুইয়া, সোনাইর দন্ত চিকিৎসক ডাঃ রিচা দত্ত সহ জেলা শিশু স্বাস্থ্য কর্মসূচি খন্ড সংযোজক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিবিরে ২৯৫ স্কুল ও অঙ্গনওয়াড়ি শিশুর দন্ত চিকিৎসা সহ তাদেরকে বিনামূল্যে ওষুধপত্র ও ব্রাশ, টুথপেস্ট, মাউথ ওয়াশ ইত্যাদি প্রদান করা হয়।