Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে অস্থায়ী ভিত্তিতে সর্বদলীয় পুরবোর্ড চায় বিডিএফ
ওয়েটুবরাক, ১৮ জুলাই : বন্যা পরিস্থিতির উন্নতি হলেও শহরের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংস স্তুপ, আবর্জনা। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাই পরিকল্পিত উদ্যোগ। যেহেতু শিলচর পুরসভার কোনও নির্বাচিত বোর্ড বর্তমানে নেই, তাই এই সমস্ত উদ্যোগ সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে অতি সত্ত্বর একটি সর্বদলীয় অস্থায়ী পুরবোর্ড গঠন করে এইসব দায়িত্ব তুলে দেবার দাবি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
ফ্রন্টের আহ্বায়ক পার্থ দাস বলেন, পরবর্তী পুরসভা নির্বাচন কবে হবে তা এখনও অজ্ঞাত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শহরের বিভিন্ন স্থানে আবর্জনার স্তূপ জমায় শহরের নিকাশি নালাগুলো অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে অল্প বৃষ্টিতেই জল জমছে। এছাড়া এর ফলে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়তে পারে। তাই দরকার অবিলম্বে সমস্ত ওয়ার্ডের সমীক্ষা করে একটি সুসংহত স্বচ্ছতা অভিযান কার্যকর করা। তিনি বলেন, ইতিমধ্যে পুরসভার পক্ষ থেকে এই ব্যাপারে কিছুটা উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি এই জন্য পুর কমিশনার বিজেন্দ্র প্রসাদ সিং এবং সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়ে বলেন, যেহেতু নির্বাচিত পুরসভা নেই, তাই এই ক্ষেত্রে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের সিদ্ধান্ত নেবার ক্ষমতা সীমিত এবং রুটিন কাজ ছাড়া বরাদ্দও সীমিত। তাই কাজে গতি আসছে না। তাই পরিস্থিতি বিবেচনায় অবিলম্বে অস্থায়ী ভিত্তিতে একটি সর্বদলীয় পুরসভা গঠন করে তাঁর হাতে এই দায়িত্ব সমঝে দেবার দাবি জানিয়েছেন তিনি। এবং একই সাথে এই অস্থায়ী বোর্ডকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার জন্য মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন।
ফ্রন্টের মিডিয়া সেলের আহ্বায়ক হৃষীকেশ দে বলেন, যেহেতু প্রস্তাবিত পুর নিগমের ওয়ার্ড নির্ধারিত করা হয়ে গেছে, তাই অবিলম্বে পৌর নিগম নির্বাচনের প্রচেষ্টা নেওয়াও জরুরি। অন্যথায় বন্যা পরবর্তী পরিকাঠামো উন্নয়নের কাজ আটকে থাকার সম্ভাবনা রয়েছে। তাই এই ব্যাপারেও অবিলম্বে সিদ্ধান্ত নিক সরকার।