Barak UpdatesHappeningsBreaking News
শিলচরের সামগ্রিক উন্নয়ন চেয়ে নাগরিক সমাজের বৈঠক, গড়ে উঠছে নতুন মঞ্চ
ওয়েটুবরাক, ২৯ ডিসেম্বর : উন্নত ও আধুনিকতর শিলচরের স্বপ্নদর্শী নাগরিকরা ২০২৫ ইংরেজির মধ্যে তাদের স্বপ্নপূরণের লক্ষ্যে একটি মঞ্চ তৈরি করতে চলেছেন৷ এর প্রস্তুতিতে এক সভায় মিলিত হয়েছেন তাঁরা। দীর্ঘ আলোচনার পর রসরাজ দাস, পিনাকপাণি নাথ ও শ্রীকান্ত ভট্টাচার্যকে আহবায়ক করে একটি প্রস্তুতি কমিটি তৈরি করা হয়েছে। প্রস্তুতি কমিটির বাকি সদস্যরা হলেন সঞ্জয় সিং, অসীম পুরকায়স্থ, সৌমিত্রশঙ্কর চৌধুরী, প্রাঞ্জল নাথ, সুব্রত পাল প্রমুখ।
প্রাথমিক সভা থেকে উত্থাপিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো, শিলচরের ড্রেনেজ ব্যবস্থাকে ভূগর্ভস্থ করা, পাশাপাশি ওভারহেড বৈদ্যুতিক লাইন গুলোকেও ভূগর্ভস্থ করা৷ তাতে যেমন রাস্তার প্রস্থ বাড়বে, তেমনি পাওয়ার লস কমবে৷ ঝড়-তুফানে বৈদ্যুতিক লাইনের উপর গাছপালা পড়ে আকস্মিক দুর্ঘটনা ও বিদ্যুৎ চলে যাওয়া থেকে খানিকটা রক্ষা পাবেন সাধারণ মানুষ। শহরের সৌন্দর্যায়নের পথও খুলে যাবে এতে।
তাঁদের প্রস্তাব, শিলচরের অভ্যন্তরীণ বিভিন্ন রাস্তাকে যথাসম্ভব প্রশস্ত করা হোক। গড়া হোক ফ্লাইওভার ফুটব্রিজ ইত্যাদি। শিলচর রামনগর আইএসবিটি মোড়ে গড়া হোক বিদ্যাসাগরের সুন্দর সুউচ্চ স্ট্যাচু। সবুজ বরাকের কোনও এক উন্মুক্ত স্থানে গড়ে তোলা হোক ‘সেজ বা এসসি জেড’। এই ‘এসসি জেড’-এ গড়ে তোলা হোক কারখানা, ইন্ডাস্ট্রি ও আইটি হাব। তাতেই নব প্রজন্মের কর্মসংস্থানের দ্বার খুলবে, বরাকে গড়ে উঠবে বৃহৎ অর্থনৈতিক অঞ্চল।