Barak UpdatesHappeningsBreaking News
শিলচরের মিঠুন রায় এনআইএলডি-র গভর্নিং কাউন্সিলের সদস্য মনোনীত
ওয়েটুবরাক, ২৪ ফেব্রুয়ারিঃ ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিজ (এনআইএলডি)-র গভর্নিং কাউন্সিলের সদস্য মনোনীত হলেন শিলচরের মিঠুন রায়। গতকাল মঙ্গলবার ভারত সরকারের সামাজিক ন্যায় ও সবলীকরণ মন্ত্রকের স্বশাসিত এই প্রতিষ্ঠানটির গভর্নিং কাউন্সিল পুনর্গঠিত হয়েছে। পদাধিকার বলে এর সভাপতি দিব্যাঙ্গজন সবলীকরণ বিভাগের সচিব। পদাধিকার ছাড়া ছয় বিশিষ্টজন কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন।
কাছাড় জেলার মেহেরপুর শিবালিক পার্কের বাসিন্দা মিঠুনবাবু সহ রয়েছেন দিল্লির সঞ্জীবকুমার সিংঘল, পশ্চিমবঙ্গের সনতকুমার রায়, উত্তরপ্রদেশের পূজা তিওয়ারি, গুজরাটের পুরোষত্তম ডি পুরোহিত, তেলেঙ্গানার নন্দনম করোনাকার। পশ্চিমবঙ্গ সরকার মনোনীত করবেন আরও দুইজনকে। এ ছাড়া, পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ ও স্বাস্থ্য দফতরের সচিব সদস্য হিসেবে রয়েছেন। সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন এনআইএলডি-র ডিরেক্টর।
মিঠুনবাবু ‘সক্ষম’ নামে এক সর্বভারতীয় এনজিও-র উত্তর-পূর্ব সংগঠক এবং দক্ষিণ অসম প্রান্তের সম্পাদক। সমাজসেবী, নাট্যকর্মী হিসেবেও তাঁর বেশ পরিচিতি রয়েছে। এনআইএলডি-র গভর্নিং কাউন্সিলের সদস্য মনোনীত হয়ে নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ”মঙ্গলবারই ই-মেলে নতুন নিযুক্তির কথা জানতে পারি। চিঠি হাতে থাকলেও ঠিক যেন বিশ্বাস করতে পারছিলাম না।”