Barak UpdatesHappeningsBreaking News
শিলচরের বৃদ্ধাশ্রমে শেড নির্মাণ করে দিল এনসিসি
তরুণ ক্যাডেটরা সময় কাটালেন বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গে
ওয়েটুবরাক, ১৬ মার্চ : আসাম এনসিসির তিন নম্বর ব্যাটেলিয়ন এবং আসাম গার্লস এনসিসির ৬২ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে এবং লাইফ লাইন ফরএভার ফাউন্ডেশনের সহযোগিতায় জীবনদীপ বৃদ্ধাশ্রমে একটি শেড নির্মাণ করে দেওয়া হয়৷ বুধবার এর উদ্বোধন করা হয়৷ এ উপলক্ষে আবাসিকদের মধ্যে কিছু খাবার ও জিনিসপত্র দান করা হয়। পরে তাঁরা একসঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হন।
কোনও জাঁকজমক পূর্ণ অনুষ্ঠান না হলেও এন সি সি বয়েজ এবং গার্লস গ্রুপ-এর এক ঝাঁক যুবক-যুবতী বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গে নিজের পরিবারের মানুষদের মতো করে সময় কাটান৷ তাদের সুখ-দুঃখের গল্প শোনেন, বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। তাদের আন্তরিকতা এবং শ্রদ্ধায়, স্নেহের পরশে অনেকেরই চোখে জল এসে যায়।
যেহেতু রঙের উৎসব এই মাত্র শেষ হলো, তাই এন সি সি র ছেলেমেয়েরা এবং তাদের উর্ধ্বতন কর্মকর্তারা আবাসিকের সবাইকে রঙ ছুঁইয়ে দেন৷ প্রার্থনা করেন, এই বৃদ্ধ-বৃদ্ধাদের জীবনও যেন রঙিন থাকে, তাঁরা যেন সুস্থ ও হাসিখুশি থাকেন।
এনসিসির তিন নম্বর ব্যাটেলিয়ন পক্ষ থেকে বিভাস গুপ্তা বলেন, তাঁরা আগেও লাইফ লাইন
ফরএভার ফাউন্ডেশনের সঙ্গে মিলে জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসিক কেন্দ্রে অনুষ্ঠান করেছেন৷ এখানে এসে এত ভালো লাগে যে, বার বার এই আবাসিক কেন্দ্রে এসে এখানকার মানুষদের জন্য কিছু করতে মন চায়৷ পারলে খুব আনন্দিত হন৷ তাঁরা চান, আজকের যুব প্রজন্ম তাদের বৃদ্ধ বাবা মায়ের যত্ন নেওয়া শিখুক । তাঁরা যেন উপলব্ধি করতে পারেন যে, নিজেদের পরিবারের প্রবীণদের খেয়াল রাখা, যত্ন নেওয়া কতটুকু জরুরি। যুব প্রজন্মকে যত এইসব কাজে যুক্ত করব, তত আমাদের চারপাশে একটি সুস্থ সমাজ গঠন হবে। আজকের যুব প্রজন্মই আগামী দিনের সুস্থ সমাজের দিশারী হবে বলে মন্তব্য করেন তিনি।
প্রবীণদের সাথে নবীনদের এই মিলন আবেগে আনন্দে স্নেহে ভালোবাসায় পরিপূর্ণ ছিল৷ বৃদ্ধাশ্রমের আবাসিকরা যেন নিজেদের পরিবার হারিয়েও অনেক বড় পরিবার পেয়েছেন, যেন নিজেদের নাতি-নাতনিদের সাথে অনাবিল আনন্দে সময় কাটালেন৷