Barak UpdatesHappeningsBreaking News

ভাস্কর মানস সিনহা দুর্ঘটনায় গুরুতর জখম

১১ ফেব্রুয়ারি: বরাক উপত্যকার বিশিষ্ট ভাস্কর মানস সিনহা সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন৷ তিনি বৃহস্পতিবার রিকশায় চেপে চেংকুড়ি রোডের ভাড়াবাড়িতে যাচ্ছিলেন|  আচমকা একটি লরি অটোরিকশায় ধাক্কা মারে৷ মানসবাবু রাস্তায় ছিটকে পড়েন৷ সঙ্গে সঙ্গে তাঁকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়৷ মাথায় মারাত্মক চোট পেয়েছেন তিনি, এই কথা জানিয়ে তাঁকে দ্রুত গুয়াহাটি নিয়ে যেতে পরামর্শ দেন চিকিৎসকরা৷ সন্ধ্যায় তাঁকে নিয়ে রওয়ানা হয়েছে অ্যাম্বুল্যান্স৷

তাঁর দুর্ঘটনার খবরে এই অঞ্চলের শিল্পীমহল উদ্বেগে রয়েছেন৷ মানসবাবু আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রথম ব্যাচের ছাত্র। পেইন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে মুম্বাইয়ে ভাস্কর্য নিয়ে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছেন। মূলত টিভি সিরিয়ালগুলোতে সেট ডিজাইনের কাজ করেছেন । এমনকি রামানন্দ সাগরের রামায়ণ সিরিয়ালের রিমেকের সেট ডিজাইনেও ছিলেন। সোনি টিভির বেশকিছু সিরিয়ালেও কাজ করেছেন মানস। তাছাড়া বহু বেসরকারি শিল্প প্রকল্পেও কাজ করেছেন । সাম্প্রতিক কালে শিলচরে ফিরেও ভালো সাড়া ফেলেছেন। ২০২০ সালের ডিসেম্বরে সোনাইয়ে তাঁর তৈরি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বিশাল মূর্তিটি তাকে এ অঞ্চলে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। এছাড়াও কয়েকটি আবক্ষ মূর্তির কাজ করেছেন এখানে।

তিনি সক্ষম এনজিওর যুগ্ম সম্পাদক৷ সক্ষমের কর্মকর্তারাও তাঁকে নিয়ে উদ্বেগে রয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker