Barak UpdatesHappeningsBreaking News

শিলচরের বিধায়কের কাছে মাস্টার্স প্ল্যান প্রদান সর্বোদয় ট্রাস্টের

ওয়েটুবরাক, ২৮ মার্চ : মালুগ্রাম সর্বোদয় বিদ্যালয়ের মাস্টারপ্ল্যান বৃহস্পতিবার শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হয়৷ তাঁরই পরামর্শমত সর্বোদয় ট্রাস্ট এই মাস্টার প্ল্যান তৈরি করে৷
স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্র মোহন দত্ত ওরফে লাখুদা তাঁর জীবদ্দশায় প্রতিষ্ঠা করেছিলেন এই সর্বোদয় বিদ্যালয় । বৃহত্তর মালুগ্রাম অঞ্চলের আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশুনার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে গড়ে তুলেছিলেন এই বিদ্যালয়। এখন প্রাথমিক শ্রেণীর পঠনপাঠন চলছে । সর্বোদয় ট্রাস্ট এই বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করার পরিকল্পনা হাতে নিয়েছে । গত বছরের বসন্ত উৎসবে সর্বোদয় ট্রাস্টের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক  দীপায়ন চক্রবর্তী । তিনি সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলেন আর্থিক সাহায্যের এবং সেইমত বিদ্যালয়ের জন্য মাস্টার প্ল্যান তৈরি করে তাঁর কাছে জমা দেওয়ার জন্য বলেছিলেন । সেই অনুসারে সর্বোদয় ট্রাস্টের পক্ষ থেকে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কাছে বৃহস্পতিবার মাস্টার প্ল্যান সমঝে দেওয়া হয় । মাস্টার প্ল্যান তৈরি করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার সপ্তম দে । ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক শেখর পাল চৌধুরী, বরিষ্ঠ সদস্য শান্তনু দাশ, শিবব্রত দত্ত, বেনুলাল বর্মন ও মলয় চক্রবর্তী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker