Barak UpdatesBreaking News
শিলচরের পথে একতা দৌড়, পরিক্রমায় জেলাশাসকও
১৪ আগস্ট : ৭৩তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে এ বারও শিলচরে একতা দৌড়ের আয়োজন করল কাছাড় জেলা প্রশাসন। এ দিন সকাল ৭টায় জেলাশাসকের কার্যালয়ের সামনে থেকে এই একতা দৌড় শুরু হয়। শিলচরের পুরপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর সবুজ পতাকা নেড়ে এই দৌড়ের শুভ সূচনা করেন। সঙ্গে ছিলেন জেলাশাসক লয়া মাদ্দুরি সহ অন্য আধিকারিক ও কর্মীরা।
এ দিন সকালে একতা দৌড়ে শিলচর শহরের বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে। মিছিলের শুরুতেই ছিলেন জেলাশাসক মাদ্দুরী। এই দৌড় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জেলাশাসকের কার্যালয় চত্বরেই শেষ হয়। পড়ুয়াদের মধ্যে অনুষ্ঠিত দৌড় প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে প্রথম স্থান অধিকার করে বশিষ্ঠ দাস এবং মেয়েদের বিভাগে প্রথম হয় দুলারি দাস।
এ দিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক লয়া মাদ্দুরী বলেন, স্বাধীনতা দিবসের প্রাক্কালে জেলা প্রশাসন এই একতা দৌড়ের আয়োজন করেছে। এতে ছাত্রছাত্রী ও খেলোয়াড়রা অংশগ্রহণ করে। তিনি বলেন, স্বাধীনতা দিবসের এই লগ্নে গোটা দেশ স্মরণ করছে দেশের সেই সংগ্রামীদের, যারা দেশকে স্বাধীনতা এনে দিতে নিজের জীবন বলি দিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কাহিনি উল্লেখ করে দেশের নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া উচিত। জেলাশাসক একতা দৌড়ে অংশগ্রহণকারী প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন।