Barak UpdatesHappeningsBreaking News
শিলচরের ট্রাফিক ব্যবস্থা : জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ
ওয়েটুবরাক, ১৯ মার্চ : শিলচর শহরের অতিরিক্ত যানজট ও অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থার দরুণ ক্রমবর্ধমান সমস্যার ব্যাপারে কাছাড়ের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করল ইন্টারন্যাশনেল হিউমেন রাইটস কাউন্সিলের কাছাড় ডিস্ট্রিক্ট বোর্ড। গত শুক্রবার বোর্ডের এক প্রতিনিধিদল জেলাশাসক কীর্তি জল্লির সঙ্গে সাক্ষাৎ করেন।
সদস্যরা জেলাশাসককে অবগত করান যে, সারা শিলচর শহরের প্রধান প্রধান সড়কে ট্রাফিক ব্যবস্থা ভেঙে অনিয়ন্ত্রিত রূপ ধারণ করেছে৷ এভাবে চলতে থাকলে খুব শীগগির ভয়াবহ আকার নেবে। প্রধানত রাঙ্গিরখাড়ি, সোনাই রোড, মেহেরপুর, মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অভিমুখী সড়কগুলোতে যাত্রীবাহী গাড়ী অবৈধভাবে যেখানে-সেখানে যাত্রী ওঠায়-নামায়৷ তাতে যানজট আরও বেশি হয়। বিভিন্ন হাসপাতালের সামনে ও অন্যান্য ব্যস্ততম এলাকায় নো-পার্কিং জোনেও গাড়ি পার্ক করা থাকে। ফলে সাধারণ মানুষ সহ অ্যাম্বুলেন্স-এর মতো গুরুত্বপূর্ণ পরিষেবা বাধাপ্রাপ্ত হয়।
প্রতিনিধিদল অতি সত্বর এই সমস্যায় জেলাশাসককে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানান। তাঁরা জেলাশাসককে এক স্মারকপত্রও প্রদান করেন। জেলাশাসক কীর্তি জল্লি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন, তিনি বিষয়টি গুরুত্ব সহ দেখবেন ও বিভাগীয় কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেবেন। ইন্টারন্যাশনেল হিউমেন রাইটস কাউন্সিলের কাছাড় ডিস্ট্রিক্ট বোর্ড-এর পক্ষে এদিন উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অনুপ দত্ত, জনসংযোগ আধিকারিক সব্যসাচী রুদ্র গুপ্ত, পরিচ্ছন্নতা বিষয়ক সম্পাদক তাপস হোড় প্রমুখ।