Barak Updates
সিংহানিয়া ফিনটেক মামলায় শিলচরে ধৃতদের পাঠানো হলো জেলে
ওয়েটুবরাক, ৬ সেপ্টেম্বরঃ সিংহানিয়া ফিনটেক অ্যাগ্রি বিজনেস কনসার্টিয়াম লিমিটেডের শিলচর শাখা কার্যালয় থেকে ধৃত তিন কর্মীকে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে।
গত বুধবার পুলিশ ভুইফোঁড় বলে অভিযুক্ত কোম্পানিটির অম্বিকাপট্টি স্থিত কার্যালয়ে হানা দিয়ে সাতজনকে থানায় তুলে আনে। তাদের মধ্যে চার মহিলাও ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিলেও গ্রেফতার করা হয় হায়দর হোসেন বড়ভুইয়া, মুজাক্কির হোসেন মজুমদার ও বাহারুল ইসলাম লস্করকে। বৃহস্পতিবার আদালতে তোলা হলে তিন আইনজীবী এমএইচ মজুমদার, পারভেজ মজুমদার ও দেবমাল্য চক্রবর্তী তাদের জামিনের আবেদন জানান। আ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর শশাঙ্ক দেব জামিনের বিরোধিতা করেন। তদন্তের একেবারে প্রাথমিক পর্যায়ে তাদের জামিন দেওয়া অনুচিত বলেই তিনি সওয়াল করেন। তাঁর কথায়, বিশাল অঙ্কের জালিয়াতির এই মামলায় এখনই তারা জামিন পেয়ে গেলে প্রমাণ লোপাটের আশঙ্কা থেকে যায়। অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শালমা আজজ তাঁর যুক্তি মেনে নিয়ে জামিনের আবেদন খারিজ করে দেন। পুলিশ তাদের রিমান্ডে নিতে চাইলে আদালত একদিনের জন্য থানায় রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। শুক্রবার তাদের ফের আদালতে হাজির করায় পুলিশ। অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, ঋণ দেওয়ার নামে এরা বহু মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা প্রসেসিং ফি সংগ্রহ করেছেন। বরাক উপত্যকার তিন জেলাতেই এই কোম্পানির কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। হাইলাকান্দিতে বারোজন এবং করিমগঞ্জে গ্রেফতার করা হয়েছে একজনকে।