Barak UpdatesHappenings

শিবালিক পার্কের মানুষই ‘পজিটিভ’ মিঠুনকে বললেন, বাড়িতে থাকো

4 আগস্টঃ পজিটিভ রোগীদের নিয়ে যখন হাসপাতাল, স্বাস্থ্যবিভাগ ও জেলা প্রশাসন হাবুডুবু খাচ্ছে, সে সময় একটা ভাল প্রবণতা দেখা দিয়েছে শিলচরের মানুষের মধ্যে। বিভিন্ন এলাকার মানুষ নিজেরা সিদ্ধান্ত নিচ্ছেন, এলাকায় কেউ পজিটিভ হলে বাড়িতে থেকেই চিকিতসা করাতে পারবেন। গ্রামবাসীর বা সোসাইটির কোনও আপত্তি নেই।

Rananuj

শিবালিক পার্কে এক নং গলির (ডানদিক) জনতা এর চেয়েও দৃষ্টান্তমূলক ঘটনা ঘটল। তাঁদের এলাকার বাসিন্দা, তরুণ স্বাস্থ্যকর্মী ও সমাজসেবী মিঠুন রায় করোনায় সংক্রমিত হলে শিলচর মেডিক্যাল কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হয়েই বসেছিলেন। তখন এলাকাবাসীরা নিজে থেকে গিয়ে তাঁকে বাড়িতে থাকতে বলেন। লিখে দেন, এলাকার কারও কোভিড হলে এবং তাঁর যদি কোনও উপসর্গ না থাকে, তবে তিনি বাড়িতেই থাকতে পারবেন। সেই মত মিঠুন রায় বাড়িতে থাকলে তাদের আপততি নেই। মিঠুনের বাড়ির চারপাশের প্রতিবেশীরাও আপত্তি না থাকার কথা লিখে জানান। এ সবেরই দরুন মিঠুন রায় এই সময়ে হোম আইসলেশনে রয়েছেন। তিনি বিমলকুমার দেব, জয়দীপ চক্রবর্তী সহ এলাকার সবাইকে সাধুবাদ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker