Barak UpdatesHappeningsBreaking News
শিঙ্গারিপারে রাস্তা নেই, নেই জল, এলাকার বিধায়ক মন্ত্রী পরিমল!
ওয়েটুবরাক, ৬ এপ্রিল : রাস্তাঘাট,পানীয়জল এবং বিদ্যুতের মত অত্যাবশ্যকীয় পরিষেবার উপর সরকার অধিক গুরুত্ব দিলেও পশ্চিম ধলাইর বাগবাহার জিপির শিঙ্গারিপার গ্রামের জনগণের চলাচলের জন্য আজও কোনও রাস্তা নির্মাণ করা হয়নি। নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। কাঁচা কুয়োর জল খেয়ে নানা ধরনের অসুখে ভোগেন ওই গ্রামের মানুষ। জনপ্রতিনিধিদের উদাসীনতায় হাঁটুকাদা ভেঙে চলাচল করতে হয় গ্রামের মানুষদের । রাস্তার জন্য এলাকাবাসী প্রচণ্ড দুর্ভোগ পোহালেও জনপ্রতিনিধিদের মাথাব্যথা নেই। রাস্তা নির্মাণে জিপির পঞ্চায়েত কর্তা থেকে শুরু করে বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যও এগিয়ে না আসায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তীব্র ক্ষোভ ব্যক্ত করে তাঁরা বলেন, রাস্তাঘাটের অভাবে শিশুরা স্কুলে যাওয়া আসা করতে চায় না, মুমুর্ষ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া কষ্টসাধ্য, বাজার হাট করতে যেতেও মুশকিলে পড়তে হয় । তাঁরা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের তীব্র সমালোচনা করেন৷ বলেন, শুধু ভোটের সময় তাঁর দেখা মেলে, এর পর আর পাত্তা মেলে না। ভোটের সময় পরিমল শুক্লবৈদ্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোট আদায় করে নিয়ে যান বলেও অভিযোগ করেন শিঙ্গারিপারের জনগণ। রাস্তাঘাট নির্মাণের জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে সরকারের কাছে দাবি জানান তাঁরা।