Barak UpdatesHappeningsBreaking News
শিক্ষিকার পিএফ মেটাতে আদালতের নির্দেশে ডিআই কার্যালয়ের সামগ্রী নিলাম
২৬ সেপ্টেম্বর : এক আজব ঘটনার সাক্ষী হল হাইলাকান্দি। আদালতের নির্দেশে নিলাম হলো হাইলাকান্দির বিদ্যালয় সমূহের উপ পরিদর্শকের কার্যালয়ের আসবাবপত্র। এক শিক্ষিকার প্রভিডেন্ট ফান্ডের অর্থ আত্মসাৎ করার জন্য হাইলাকান্দির মুনসেফ আদালত এই নির্দেশ দিয়েছে।
হাইলাকান্দি জেলার ১৭ নং চিপরসাঙ্গন নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুষমা শর্মা ২০০৮ সালে অবসর গ্রহণ করেছিলেন। সরকারি নিয়ম অনুসারে অবসর গ্রহণের পরই একজন সরকারি কর্মচারীর জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফে জমা করা অর্থ রাশি পাওয়ার কথা। কিন্তু সুষমা শর্মা অবসরের কয়েক বছর পরও অর্থ না পাওয়ায় অবশেষে আদালতের দ্বারস্থ হন।
আদালতে দীর্ঘদিন মামলা চলার পর গত ২০১৭ সালের ২৮ এপ্রিল সুষমা শর্মাকে মোট ২ লক্ষ ১৮ হাজার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু গত ৫ বছর ধরে শিক্ষা বিভাগ এই অর্থ না দেওয়ার জন্য বর্তমানে আদালত বিদ্যালয় উপ পরিদর্শকের কার্যালয়ের আসবাবপত্র নিলাম করার নির্দেশ দেয়। সে অনুযায়ী সোমবার আদালতের লোকজন হাইলাকান্দি এডুকেশন কমপ্লেক্সে উপস্থিত হয়ে মোট ৬২ হাজার টাকা মূল্যের সামগ্রী নিলাম করে।