NE UpdatesHappeningsBreaking News

পিপিই কিট ক্রয় কেলেঙ্কারি! পীযূষ বললেন, কিটই কেনেনি সরকার

ওয়েটুবরাক, ২৮ মে :কোভিডের সময় পিপিই কিট কিনতে গিয়ে বহু কোটি টাকা নয়ছয় করেছে অসম সরকার, এই অভিযোগে নতুন করে সরগরম হয়ে উঠেছে অসমের রাজনীতি৷ সরকারের কাছে শ্বেতপত্র দাবি করেছে কংগ্রেস৷ সরকারি তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ মন্ত্রী পীযূষ হাজরিকা জানান, অসম সরকার কোনও কিটই কেনেনি৷
কংগ্রেসের অভিযোগ, চিনের একটি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার পিপিই কিট ক্রয় করা হয়েছিল৷ তখনকার স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে এর দরদাম চূড়ান্ত করেন৷ কিছুদিনের মধ্যেই ওইসবের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে৷ তাদের কথায়, কিট কিনতে গিয়ে কেলেঙ্কারিতে জড়িয়েছেন খোদ হিমন্ত৷

Rananuj

হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সে সময় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন বর্তমান তথ্যমন্ত্রী পীযূষ হাজরিকা৷ তিনিই তখন দাবি করেছিলেন, অন্য রাজ্য থেকে সবচেয়ে কম দামে পিপিই কিট কিনছে অসম৷ শনিবার তিনিই জানালেন, অসম সরকার কোনও কিটই কেনেনি৷ ফলে কেলেঙ্কারির অভিযোগ ভিত্তিহীন৷ কম দামে কেনার দাবি মনে করিয়ে দিলে পীযূষ জানান, “পিপিই কিট নিয়ে বিমান বরঝাড়ে এসেছিল ঠিকই৷ হিমন্ত বিশ্ব শর্মা ও আমি বিমানবন্দরে গিয়েছিলাম৷ কিটের নমুনা দেখে আমরা সন্তুষ্ট হতে পারিনি৷ তাই ওই কিট গ্রহণ করিনি৷ টাকাও দিইনি৷”

বর্তমান স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তও জানান, বিমানে কী আনা হয়েছিল, কী ফেরত দেওয়া হয়েছে, তা তিনি জানেন না৷ তবে এটা নিশ্চিত হয়েছেন, পিপিই কিট কেনার জন্য স্বাস্থ্য দফতরের এক টাকাও খরচ হয়নি৷ তাঁর কথায়, বিরোধীদের অভিযোগ কতটা হাস্যকর, তার পর আর বলার অপেক্ষা রাখে না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker