Barak UpdatesHappeningsBreaking News
শিক্ষক মনোনয়ন করতে বললেন ক্ষুব্ধ দীপায়ন, নিজেই দেবেন সংবর্ধনা
ওয়েটুবরাক, ৫ সেপ্টেম্বর: কাছাড় জেলায়ও রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষক দিবস পালন করা হয়। শিলচরের ডিএনএনকে হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত জেলা পর্যায়ের এই অনুষ্ঠানে ডিডিসি রাজীব রায় পৌরোহিত্য করেন৷ প্রদীপ প্রজ্জ্বলন, অতিথি বরণ, বক্তৃতানুষ্ঠান সবই হয়, ছিল না শুধু শিক্ষক সংবর্ধনা৷ তাতে ক্ষোভ প্রকাশ করেন অনুষ্ঠানের অতিথি, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী৷ তিনি বিদ্যালয় পরিদর্শককে অন্য বছরের মতই নিয়ম মেনে ২১ জন শিক্ষকের তালিকা তৈরি করতে বলেন৷ এক মাসের মধ্যে তাঁদের সংবর্ধনা জানানো হবে৷ অর্থের অভাবে শিক্ষক সংবর্ধনা না হওয়ায় ব্যথিত হন তিনি৷ জানিয়ে দেন, তিনি মনোনীত শিক্ষকদের সংবর্ধনার ব্যবস্থা করবেন৷
বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলির জমির সীমা নির্ধারণ করে বাউন্ডারি ওয়াল দেবারও আহবান জানান। তিনি বলেন, চলতি ভ্যাকসিন প্রদান অভিযানের সময় কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে বাউন্ডারি ওয়াল না থাকা সহ নানা পরিকাঠামোগত অসুবিধার ফলে ভ্যাকসিন কর্মসূচিতে বিঘ্ন ঘটছে। পাশাপাশি কিছু সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানে সীমা নির্ধারণ না থাকায় প্রতিষ্ঠানগুলির জমিও বেদখল হওয়ার আশঙ্কা রয়েছে। এই প্রক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলির সীমা দেওয়াল নির্মাণ করতে বিধায়ক চক্রবর্তী আহ্বান জানান। বিধায়ক চক্রবর্তী ডিএনএনকে হায়ার সেকেন্ডারি স্কুলের সীমা দেওয়াল নির্মাণে নিজের বিধায়ক তহবিল থেকে ৫ লক্ষ টাকার অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন৷
অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিডিসি ড. বিভাস দেব এবং জিসি কলেজের প্রাক্তন অধ্যাপক ডঃ অমলেন্দু ভট্টাচার্য, কাছাড় কলেজের প্রাক্তন অধ্যাপক ডঃ অমলেন্দু চক্রবর্তী দার্শনিক রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণের জীবনদর্শন তুলে ধরে শিক্ষক সমাজকে তাঁর আদর্শ গ্রহণের আহ্বান জানান। বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে দিবসটি পালনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন শিলচরের নর্মাল স্কুলের অধ্যক্ষা নন্দিতা সিনহা। ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয় পরিদর্শক সামিনা ইয়াসমিন আরা মজুমদার। কোভিড বিধি মেনে অনুষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রমও পরিবেশন করা হয়।