India & World UpdatesHappeningsBreaking News
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে ইডির তলব
ওয়েটুবরাক, ২৯ জুন : নিয়োগ দুর্নীতি মামলায় ইডির এ বার নোটিশ পাঠিয়েছে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে। মঙ্গলবার পাঠানো নোটিশে বলা হয়েছে, আগামী শুক্রবার কলকাতায় ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সে সকাল ১১টার মধ্যে হাজির হতে হবে সায়নীকে। যদিও সায়নী ওই দিন ইডি দফতরে যাবেন কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বুধবার সারা দিন পেরিয়ে গেলেও এই বিষয়ে নীরবই রইলেন তৃণমূল যুবনেত্রী।
রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধৃত তথা তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই উঠে এসেছে সায়নীর নাম। কুন্তলের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্ত করার সময় সায়নীর নাম বলেছেন তিনি৷ ইডি সূত্রের দাবি, বিভিন্ন সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত নথির সঙ্গেও নাম জড়িয়েছে সায়নীর। আর সেই বিষয়েই যুব তৃণমূলের সভানেত্রীকে ইডি জিজ্ঞাসাবাদ করতে চাইছে।
সায়নীকে ইডির তলব প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের কথায়, ‘‘ভোটের আগে ডাকার উদ্দেশ্যটা কী? যখন পুরোদস্তুর ভোটের প্রক্রিয়া চলছে, সায়নী নিজেও ভোটপ্রচারে ব্যস্ত তখন তৃণমূলের ভোটটাকে বিঘ্নিত করার জন্যই এই ধরনের ডাকাডাকি।’’