Barak UpdatesHappeningsBreaking News

শিক্ষক দিবসে ধর্নায় বসলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

ওয়েটুবরাক, ৬ সেপ্টেম্বরঃ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভোটের কাজে লাগানো নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে চলেছে আসাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থা (আউটা)। সাড়া মিলছে না বলে বৃহস্পতিবার শিক্ষকদিবসে বিশ্ববিদ্যালয়ের বাইরে ধরনা দিলেন শিক্ষক-শিক্ষিকারা। আউটার সাধারণ সম্পাদক সোমাদিত্য দত্ত বলেন, নির্বাচন এলেই জেলা প্রশাসন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভোটের কাজে ডেকে পাঠান। মাস্টারট্রেনার নিযুক্ত করে অনেকদিন ধরে তাঁদের পঠনপাঠনের বাইরে রাখা হয়। তাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার যেমন ক্ষতি হয়, তেমনি শিক্ষার ধারাবাহিকতাও বিঘ্নিত হয়। তিনি গত লোকসভা নির্বাচনের উদাহরণ টেনে বলেন, এ বার এমন সব কাজে লাগানো হয়েছিল, যা তাঁদের পদমর্যাদা ও বেতনকাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকী শারীরিক প্রতিবন্ধী এবং ষাটোর্ধ্ব শিক্ষকদের নামও তালিকায় রাখা হয়েছিল বলে অভিযোগ করেন সাধারণ সম্পাদক দত্ত। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি শুভম রায়ও ধরনাস্থলে উপস্থিত থেকে শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানান।
এ দিকে, বৃহস্পতিবার সারা রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার কলেজগুলিতেও শিক্ষক দিবসের অনুষ্ঠানে অংশ না নিয়ে কলেজ শিক্ষকরা প্রতিবাদী সভার আয়োজন করেন। আসাম কলেজ শিক্ষক সংস্থার দাবিগুলির মধ্যে রয়েছে নতুন পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম ফের চালু করা, আটকে থাকা পিএইচডি ইনক্রিমেন্টের ব্যবস্থা করা, পদোন্নতি নিয়মিত করা, ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশনের বকেয়া মিটিয়ে দেওয়া ইত্যাদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker