Barak Updates

শাহিন বিজেপিতে গেলেও বরাকপারে কংগ্রেস ঐক্যবদ্ধ, সভা ডেকে বার্তা

১৩ এপ্রিলঃ মাত্র একদিন আগেই দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক (প্রশাসনিক) সিরাজুল আলম লস্কর ওরফে শাহিন। তার ঠিক পরের দিন শহরের বরাকপারে কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেবের সমর্থনে এক সভা করে স্থানীয় বাসিন্দাদের পক্ষে অনেকই জানিয়ে দিলেন, কেউ দলে থাকলেন কি  অন্য দলে যোগ দিলেন, তাতে কংগ্রেস হারিয়ে যেতে পারে না। দল ঐক্যবদ্ধ, বরাকপারের বিশাল সংখ্যক মানুষ কংগ্রেসের পক্ষে রয়েছেন।

এ দিন স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব সুর মিয়া লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মূলত একতার পাঠই পড়ানো হল সবাইকে। বক্তব্য রাখতে গিয়ে সাদঊদ্দিন বলেন, শিলচরের প্রার্থী হিসেবে সুস্মিতা দেব যথাযথ, কারণ কংগ্রেসকে ঠেকাতে প্রধানমন্ত্রীকেও এখানে দু’বার আসতে হয়েছে। সংখ্যালঘু ভোট এককাট্টা রয়েছে। আর এনআরসি নিয়ে রাজ্যের মুসলিমদের অসহায় অবস্থার চিত্র আজ সামনে এসেছে।

বক্তব্য রাখতে গিয়ে আজমল হোসেন লস্কর বলেন, প্রথমে দেশ, তারপরে দল ও সবশেষে ব্যক্তি। দল ত্যাগ করে যাওয়া শাহিন গত কিছুদিন থেকেই একেবারে প্রচারে ছিলেন না। ফলে ব্যক্তিবিশেষের ওপর নির্ভর করে দল চলতে পারে না। কংগ্রেস ঐক্যবদ্ধ রয়েছে। একজন চলে গেলে দল শেষ হয়ে যাবে, তা মোটেই নয়। বিজেপি কখনও মুসলমানদের আমল দেয়নি। তিনি কংগ্রেসকে ভোট দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে আটকানোর আহ্বান জানান। এ দিন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি লুতফুর রহমান লস্কর, অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার উদ্দিন বড়লস্কর, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মেহবুব আহমেদ বড়ভূইয়া, আলাউদ্দিন মজুমদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker