Barak UpdatesHappeningsBreaking News
শহিদ দিবসে পরীক্ষা ! ছাত্রদের বিরোধিতায় পিছনোর আশ্বাস জিসি কলেজ অধ্যক্ষের
ওয়ে টু বরাক, ১৮ মে : ছাত্রদের আপত্তিতে উনিশের মে-র দিনে অভ্যন্তরীণ পরীক্ষা গ্রহণ থেকে সরে এল গুরুচরণ কলেজ কর্তৃপক্ষ। আগে নির্ধারিত থাকলেও কলেজ অধ্যক্ষ এক ছাত্র প্রতিনিধি দলকে আশ্বাস দিয়ে বলেছেন, শহিদ দিবসে কলেজে কোনও ধরনের পরীক্ষা গ্রহণ করা হবে না।
১৯ মে ভাষা শহিদ দিবস তথা রবিবার দিন থাকা সত্ত্বেও শিলচর গুরুচরণ কলেজের কিছু বিভাগীয় কর্তৃপক্ষ ও শিক্ষক ওই দিনে অভ্যন্তরীণ পরীক্ষা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেন। বিষয়টি তারা ছাত্রদের জানিয়ে দেন। খবর ছড়িয়ে পড়তেই কলেজের প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি রোহিত চন্দ ও উপ-সভাপতি স্নেহাংশু শেখর ভট্টাচার্য ছুটে যান কলেজ প্রিন্সিপালের কাছে। তারা লিখিতভাবে অধ্যক্ষের কাছে আপত্তি জানান। স্মারকপত্র দেওয়া হয় প্রিন্সিপালের উদ্দেশ্যে, প্রতিনিধিদের যার মধ্যে কলেজের ছাত্র অগ্নিভা নাথ, রোহিত দাস ও আলোক নাথও ছিলেন। স্মারকপত্র দেওয়ার পর অধ্যক্ষ বিভাস দেব আশ্বস্ত দেন, কোনও ধরনের পরীক্ষা রবিবার কলেজ চত্বরে অনুষ্ঠিত হবে না।