Barak Updates

শনিবার হাইলাকান্দিতে ৬৮৭ মনোনয়ন জমা
687 nominations submitted at Hailakandi on Saturday

১৭  নভেম্বর : পঞ্চায়েত নির্বাচনে শনিবার হাইলাকান্দি জেলায় ৬৮৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত মোট ১১৮৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার যারা মনোনয়ন জমা দিয়েছেন তাদের মধ্যে জেলা পরিষদ আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এছাড়া এ দিন ৬০২ জন গ্রাম পঞ্চায়েত সদস্য, ৪৪ জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, ৩০ জন গ্রাম পঞ্চায়েত সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

Rananuj

এ দিন জেলা পরিষদ সদস্য পদে আলগাপুরে ২, হাইলাকান্দিতে ৮ ও লালায় ১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গ্রাম পঞ্চায়েত সভাপতি পদে আলগাপুরে ১১, হাইলাকান্দিতে ১১, লালায় ৫, কাটলিছড়ায় ২, ও দক্ষিণ হাইলাকান্দিতে ১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে  আলগাপুরে ১৫  হাইলাকান্দিতে ১৭,  লালায় ৭, কাটলিছড়ায় ৪ ও দক্ষিণ হাইলাকান্দিতে ১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গ্রাম পঞ্চায়েত সদস্য পদে এ দিন  আলগাপুরে ১৫০, হাইলাকান্দিতে ২১৪,  লালায় ১৯৩, কাটলিছড়ায় ৭১ ও দক্ষিণ হাইলাকান্দিতে ৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker