India & World UpdatesHappeningsSportsBreaking News
শনিবার শুরু টি২০ বিশ্বকাপের মূল পর্ব, প্রথম লড়াই অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার
ওয়েটুবরাক, ২৩ অক্টোবর : আজ শনিবার শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপের মূল পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া।
ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটায় বিশ্বকাপের সুপার ১২-র প্রথম ম্যাচ। আবু ধাবির স্টেডিয়ামে। অনুশীলন ম্যাচে ভারতের কাছে হেরে গিয়েছিল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। ব্যাট হাতে অজি ওপেনাররা ব্যর্থ হলেও রান পেয়েছিলেন স্টিভ স্মিথরা। বল হাতে যদিও ভারতকে আটকাতে পারেনি তারা। অন্য দিকে অনুশীলন ম্যাচে আফগানিস্তান এবং পাকিস্তানকে হারিয়ে ছন্দে রয়েছে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদাদের বিরুদ্ধে স্মিথদের লড়াই বেশ উপভোগ্য হতে পারে।
শনিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। শেষ টি২০ বিশ্বকাপ জিতেছিল ক্যারিবিয়ানরা (২০১৬)। দু’বছর আগে এক দিনের ক্রিকেটে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। সাদা বলের ক্রিকেটে দুই শক্তিশালী দল খেলতে নামবে সন্ধে সাড়ে সাতটার সময়। দুবাইতে হবে সেই ম্যাচ।
টি২০ বিশ্বকাপের খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ৩, স্টার স্পোর্টস ফার্স্ট, হট স্টার, দূরদর্শন এবং স্টার স্পোর্টসের বিভিন্ন ভাষার চ্যানেলে।